শীতে গরম জলে স্নান করেন? শরীরের কোনও ক্ষতি হচ্ছে কি না জানুন
Hot Water Bath: গরম জলে স্নান করলে পেশির ব্যথা কমে। যাঁরা জয়েন্টের ব্যথার সমস্যায় ভোগেন তাঁরা গোটা শীতে গরম জলে স্নান করুন। বিশেষজ্ঞদের মতে গরম জলে স্নান করলে হার্টও ভালো থাকে। তবে গরম জল সবার জন্য নয়। যাঁদের ত্বকে এগজিমা, সোরিয়াসিসের মতো সমস্যা আছে তাঁরা গরম জলে স্নান করবেন না
Most Read Stories