UEFA Champions League: লুকাকুর গোলে জয় দিয়ে যাত্রা শুরু চেলসির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 15, 2021 | 9:19 AM

স্ট্যামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জেনিতকে (Zenit) হারিয়ে যাত্রা শুরু করল থমাস তুচেলের চেলসি (Chelsea)। ১-০ ব্যবধানে এই মরসুমের প্রথম ম্যাচে জিতল গতবারেরর চ্যাম্পিয়ন্সরা। ৯১% পাস অ্যাকিউরেসি নিয়ে খেলেছে ব্লুজরা। ৬৭ শতাংশ বল দখলে রেখেছিল তুচেলের ছেলেরা।

1 / 4
ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি দুই দলের ফুটবলাররা। (সৌজন্যে-জেনিত টুইটার)

ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি দুই দলের ফুটবলাররা। (সৌজন্যে-জেনিত টুইটার)

2 / 4
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন চেলসির রোমেলু লুকাকু (Romelu Lukaku)। (সৌজন্যে-চেলসি টুইটার)

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন চেলসির রোমেলু লুকাকু (Romelu Lukaku)। (সৌজন্যে-চেলসি টুইটার)

3 / 4
 ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। (সৌজন্যে-চেলসি টুইটার)

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। (সৌজন্যে-চেলসি টুইটার)

4 / 4
ম্যাচের শেষে ব্লুজদের গোলকিপার এডুয়ার্ড মেন্ডিকে (Edouard Mendy) বাহবা দিচ্ছেন চেলসির কোচ থমাস তুচেল। (সৌজন্যে-চেলসি টুইটার)

ম্যাচের শেষে ব্লুজদের গোলকিপার এডুয়ার্ড মেন্ডিকে (Edouard Mendy) বাহবা দিচ্ছেন চেলসির কোচ থমাস তুচেল। (সৌজন্যে-চেলসি টুইটার)

Next Photo Gallery