Bangla News Photo gallery Cheteshwar Pujara duck in his 100th test match, here see list of batsman who are dismissed at 0 in their 100 Test match
Cheteshwar Pujara’s 100th Test: শততম টেস্টে লজ্জার নজির পূজারার, মাইলস্টোন ম্যাচে শূন্যে ফিরেছেন যাঁরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 18, 2023 | 5:25 PM
Cheteshwar Pujara duck in 100th Test: শততম টেস্ট ম্যাচে খেলার কীর্তি অর্জন করেছেন মোট ৭৪ জন ক্রিকেটার। ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টে খেলার নজির গড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। কিন্তু মাইলস্টোন ম্যাচে লজ্জার নজির গড়েছেন পূজারা। শততম টেস্টে শূন্যে আউট হয়েছেন পূজারা। এই তালিকায় আর কোন কোন ক্রিকেটার রয়েছে, জানেন?
1 / 8
১০০তম টেস্টে খেলার রেকর্ড গড়ার দিন লজ্জার নজিরও গড়ে ফেলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অজিদের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে ভারত। সেই ম্যাচে কোনও রান না করেই আউট হয়েছেন পূজারা। দিল্লি টেস্টের দ্বিতীয় দিন মাত্র ৭ টি বল খেলেই নাথান লিয়ঁকে উইকেট দিয়ে বসেন পূজারা। লিয়ঁর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পূজারা। ১০০তম টেস্টে শূন্যে আউট হওয়ার তালিকায় আর কোন কোন ক্রিকেটার রয়েছে, জেনে নিন... (ছবি-বিসিসিআই)
2 / 8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৮৮ সালে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন দিলীপ বেঙ্গসকর। সেই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি ভারতীয় তারকা ক্রিকেটার। (ছবি-টুইটার)
3 / 8
১৯৮৮ সালে ভারতের দিলীপ বেঙ্গসরকর ছাড়া অস্ট্রেলিয়ার অ্যালেন বর্ডার কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে খেলেছিলেন। তাঁর ভাগ্যও বেঙ্গসরকরের মতোই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে খেলতে নেমে শূন্যে আউট হয়েছিলেন অ্যালেন বর্ডার। (ছবি-টুইটার)
4 / 8
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৮ সালে জামাইকার কোর্টনি ওয়ালশ কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচে একটি রানও করতে পারেননি ওয়ালশ। (ছবি-টুইটার)
5 / 8
১৯৯৮ সালে অজি ক্রিকেটার মার্ক টেলর ইংল্যান্ডের বিরুদ্ধে শততম টেস্ট ম্যাচে খেলেছিলেন। মাইলস্টোন ম্যাচে শূন্যে আউট হয়েছিলেন টেলর। (ছবি-টুইটার)
6 / 8
২০০৬ সালে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং ১০০তম টেস্ট ম্যাচে খেলেছিলেন। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। মাইলস্টোন ম্যাচে কোনও রান করতে পারেননি ফ্লেমিং। (ছবি-টুইটার)
7 / 8
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের ১০০তম টেস্টে খেলেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালিস্টার কুক। সেই ম্যাচে গোল্ডেন ডাক হয়ে ফিরেছিলেন কুক। (ছবি-টুইটার)
8 / 8
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের শততম ম্যাচে খেলেছিলেন। অজিদের বিরুদ্ধে সেই ম্যাচে শূন্যে ফিরতে হয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালামকে। (ছবি-টুইটার)