Cheteshwar Pujara: কামিন্সের জুজু তাড়া করছে পূজারাকে, একাই শুরু করে দিলেন অনুশীলন
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Feb 01, 2023 | 7:30 AM
৯ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হবে বাইশ গজের ধুন্ধুমার লড়াই। বর্ডার গাভাসকর সিরিজ খেলতে দেশে আসছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজে ট্রফি ধরে রাখার লড়াই ভারতের সামনে।
1 / 8
নতুন বছরে মাঠে নামার জন্য মুখিয়ে ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা। ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে ২০২৩ সালে বাইশ গজে নামবেন। তার আগে অনুশীলনে নেমে পড়লেন চেতেশ্বর পূজারা। (ছবি:টুইটার)
2 / 8
২০২৩ বর্ডার-গাভাসকর সিরিজে ভারতের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসার নাম চেতেশ্বর পূজারা। এই টপ অর্ডার ব্যাটারের উইকেট আঁকড়ে পড়ে থাকার অভ্যাস রয়েছে। যে অভ্যাস বিপক্ষের বোলারদের তিরিবিরক্ত করে ছেড়ে দেয়। (ছবি:টুইটার)
3 / 8
অস্ট্রেলিয়া সিরিজে চেতেশ্বর পূজারার সবচেয়ে বেশি চিন্তা কাকে নিয়ে? অকপটে তাঁর নাম বলেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন তিনি। হওয়াটা স্বাভাবিক। মুখোমুখি লড়াইয়ে সাতবার পূজারাকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন কামিন্স। ঘরের মাঠেও কামিন্স জুজু তাড়া করে বেড়াচ্ছে। (ছবি:টুইটার)
4 / 8
কেরিয়ারে তাবড় তাবড় বোলারের মুখোমুখি হয়েছেন পূজারা। তাঁদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে অজি অধিনায়ককে। কামিন্স জুজু তাড়ানোর প্রস্তুতি শুরু করে দিলেন পূজারা। নাহ্, জাতীয় দলের সঙ্গে যোগ দেননি। বাড়ি কাছে একাই অনুশীলন শুরু করেছেন। (ছবি:টুইটার)
5 / 8
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে পূজারা বর্ডার-গাভাসকর সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন। মঙ্গলবার ছিল আমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। তারই মাঝে প্র্যাকটিসের ছবি পোস্ট করে পূজারা লিখলেন, "ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হচ্ছি।" (ছবি:টুইটার)
6 / 8
পূজারার জন্য এই টেস্ট সিরিজ খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ২০টি টেস্ট খেলেছেন। ৫৪.০৮ গড়ে ১৮৯৩ রান রয়েছে তাঁর। অর্থাৎ ২ হাজার রান পূর্ণ করতে আর মাত্র ১০৭ রান প্রয়োজন। (ছবি:টুইটার)
7 / 8
টেস্ট কেরিয়ারে ১৯টি শতরানের মধ্যে পাঁচটি রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইতিবাচকভাবে ২০২২ সালটা শেষ হয়েছে। বাংলাদেশ সফরে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রান করেছিলেন। (ছবি:টুইটার)
8 / 8
ভারতের জন্য বর্ডার-গাভাসকর সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সুনিশ্চিত করতে কামিন্সদের সিরিজে হারানো খুব প্রয়োজন। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পূজারা। (ছবি:টুইটার)