Mountain Lovers: ঘরের কাছেই ছত্তিসগড়, পাহাড়-প্রেমীরা অনায়াসে ঘুরে আসতে পারেন, কোথায় কোথায় যাবেন?

পাহাড় ভালবাসেন মানেই কিন্তু হিমাচল, উত্তরাখণ্ড না গেলেও হবে। ঘরের কাছেই রয়েছে এক পাহাড়ি জায়গা। পাহাড় প্রেমীরা অনায়াসে ঘুরে আসতে পারেন সেখান থেকে। পাহাড়ের সঙ্গে ঘন সবুজের মিশেল আর জলপ্রপাতের স্রোত দেখে মন ভাল হয়ে যাবে।

| Edited By: | Updated on: Jul 28, 2021 | 10:24 PM
পাহাড় ভালবাসেন মানেই কিন্তু হিমাচল, উত্তরাখণ্ড না গেলেও হবে। ঘরের কাছেই রয়েছে এক পাহাড়ি জায়গা। পাহাড় প্রেমীরা অনায়াসে ঘুরে আসতে পারেন ছত্তিসগড় থেকে। পাহাড়ের সঙ্গে ঘন সবুজের মিশেলে মন ভাল হয়ে যাবে।

পাহাড় ভালবাসেন মানেই কিন্তু হিমাচল, উত্তরাখণ্ড না গেলেও হবে। ঘরের কাছেই রয়েছে এক পাহাড়ি জায়গা। পাহাড় প্রেমীরা অনায়াসে ঘুরে আসতে পারেন ছত্তিসগড় থেকে। পাহাড়ের সঙ্গে ঘন সবুজের মিশেলে মন ভাল হয়ে যাবে।

1 / 7
Mainpat- ছত্তিসগড়ের এই পাহাড়ি এলাকার উচ্চতা ১১০ মিটার। একে বলে মিনি তিব্বত। কারণ তিব্বতি রিফিউজিদের বসস্থান রয়েছে এই জায়গায়। ঘন জঙ্গল এবং জলপ্রপাত এই এলাকার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও রয়েছে Manjhi Majhwar, Kanwar, Pahadi Korwa- এইসব উপজাতির বসবাস।

Mainpat- ছত্তিসগড়ের এই পাহাড়ি এলাকার উচ্চতা ১১০ মিটার। একে বলে মিনি তিব্বত। কারণ তিব্বতি রিফিউজিদের বসস্থান রয়েছে এই জায়গায়। ঘন জঙ্গল এবং জলপ্রপাত এই এলাকার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও রয়েছে Manjhi Majhwar, Kanwar, Pahadi Korwa- এইসব উপজাতির বসবাস।

2 / 7
ছত্তিসগড়ের কাঙ্কের জেলায় অবস্থিত গাদিয়া পাহাড় এখানকার সবচেয়ে উঁচু পাহার। এর আর এক নাম কিলা ডোংরি। এই এলাকার অন্যতম আকর্ষণ পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা দুধ নদী।

ছত্তিসগড়ের কাঙ্কের জেলায় অবস্থিত গাদিয়া পাহাড় এখানকার সবচেয়ে উঁচু পাহার। এর আর এক নাম কিলা ডোংরি। এই এলাকার অন্যতম আকর্ষণ পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা দুধ নদী।

3 / 7
ছত্তিসগড়ের কোরিয়া জেলায় রয়েছে চিরমিরি। সারাবছর এখানে আবহাওয়া থাকে মনোরম। চারপাশ সবুজে ঘেরা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। এখানকার মনোরম প্রকৃতি ছাড়াও পুরনো মন্দর এবং কয়লা খনি- এখনকার অন্যতম আকর্ষণ।

ছত্তিসগড়ের কোরিয়া জেলায় রয়েছে চিরমিরি। সারাবছর এখানে আবহাওয়া থাকে মনোরম। চারপাশ সবুজে ঘেরা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। এখানকার মনোরম প্রকৃতি ছাড়াও পুরনো মন্দর এবং কয়লা খনি- এখনকার অন্যতম আকর্ষণ।

4 / 7
১২৭৬ মিটার উচ্চতায় ছত্তিসগড়ের দন্তেওয়াড়া জেলায় রয়েছে বায়লা ডিলা। পাহাড় ছাড়াও এখানকার প্রতিটি জনপ্রপাত দেখার মতো। এছাড়াও রয়েছে চোখে আরাম দেওয়ার মতো সবুজের বিস্তৃতি।

১২৭৬ মিটার উচ্চতায় ছত্তিসগড়ের দন্তেওয়াড়া জেলায় রয়েছে বায়লা ডিলা। পাহাড় ছাড়াও এখানকার প্রতিটি জনপ্রপাত দেখার মতো। এছাড়াও রয়েছে চোখে আরাম দেওয়ার মতো সবুজের বিস্তৃতি।

5 / 7
সুরগুজা জেলায় অবস্থিত অম্বিকাপুর জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার ঘন জঙ্গলই আকর্ষণের মূল। তবে এছাড়াও রয়েছে পুরনো গুহা এবং মন্দির। আর রয়েছে পাহাড়ের মাঝে মাঝে জলপ্রপাত। Pingla Wildlife Sanctuary এবং Semarsot Wildlife Sanctuary এখানকার আকর্ষণের অন্যতম কেন্দ্র।

সুরগুজা জেলায় অবস্থিত অম্বিকাপুর জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার ঘন জঙ্গলই আকর্ষণের মূল। তবে এছাড়াও রয়েছে পুরনো গুহা এবং মন্দির। আর রয়েছে পাহাড়ের মাঝে মাঝে জলপ্রপাত। Pingla Wildlife Sanctuary এবং Semarsot Wildlife Sanctuary এখানকার আকর্ষণের অন্যতম কেন্দ্র।

6 / 7
যদি আপনি পাহাড় প্রেমী হন, আর আপনার ট্রিপের বাজেট এবং সময়, দুটোই কম থাকে- তাহলে ছত্তিসগড়ের এইসব জায়গা থেকে ঘুরে আসতেই পারেন।

যদি আপনি পাহাড় প্রেমী হন, আর আপনার ট্রিপের বাজেট এবং সময়, দুটোই কম থাকে- তাহলে ছত্তিসগড়ের এইসব জায়গা থেকে ঘুরে আসতেই পারেন।

7 / 7
Follow Us: