Bangla NewsPhoto gallery Christian Pulisic's 90th minute goal help Chelsea to beat West Ham in EPL
Premier League: ব্লুজদের জয়ে ত্রাতা পুলিসিচ, প্রথম চারের জায়গা মজবুত করল চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওয়েস্ট হ্যামের (West Ham United) বিরুদ্ধে ১-০ গোলে জিতল চেলসি (Chelsea)। এবং এই জয়ের ফলে প্রথম চারের জায়গা মজবুত করল থমাস তুচেলের ছেলেরা। প্রায় পুরো ম্যাচে গোলশূন্য থাকার পর শেষের দিকে, ৯০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আর তাতেই ৩ পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে চেলসি।