Archery World Cup 2022: তরুণদীপ-রিধির হাত ধরে তিরন্দাজি বিশ্বকাপে দ্বিতীয় সোনা ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 25, 2022 | 7:00 AM

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত তিরন্দাজি বিশ্বকাপ (Archery World Cup 2022) স্টেজ ওয়ানে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে এর আগে সোনা জিতেছিল ভারত। এ বার রিকার্ভ মিক্সড টিমের হয়ে ভারতকে চলতি তিরন্দাজি বিশ্বকাপ থেকে দ্বিতীয় সোনা এনে দিলেন তরুণদীপ রাঈ (Tarundeep Rai) ও রিধি (Ridhi) জুটি।

1 / 4
তুরস্কের আন্তালিয়ায় হওয়া তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ মিক্সড টিমের ফাইনালে ব্রিটিশ জুটি ব্রায়নি পিটম্যান ও অ্যালেক্স ওয়াইজকে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় তিরন্দাজ জুটি তরুণদীপ রাঈ ও রিধি। (ছবি-ওয়ার্ল্ড আর্চারি টুইটার)

তুরস্কের আন্তালিয়ায় হওয়া তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ মিক্সড টিমের ফাইনালে ব্রিটিশ জুটি ব্রায়নি পিটম্যান ও অ্যালেক্স ওয়াইজকে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় তিরন্দাজ জুটি তরুণদীপ রাঈ ও রিধি। (ছবি-ওয়ার্ল্ড আর্চারি টুইটার)

2 / 4
১৭ বছরের রিধি ও ৩৮ বছরের তরুণদীপের ফাইনালের শুরুটা ভালো হয়নি। কিন্তু শেষ অবধি শুট অফে ১৮-১৭ ফলাফলে ব্রিটিশ জুটিকে হারান তরুণ-রিধি। (ছবি-টুইটার)

১৭ বছরের রিধি ও ৩৮ বছরের তরুণদীপের ফাইনালের শুরুটা ভালো হয়নি। কিন্তু শেষ অবধি শুট অফে ১৮-১৭ ফলাফলে ব্রিটিশ জুটিকে হারান তরুণ-রিধি। (ছবি-টুইটার)

3 / 4
তরুণ-রিধির সোনার আগে পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে হারিয়েছেন ভারতের অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনিরা। (ছবি-টুইটার)

তরুণ-রিধির সোনার আগে পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে হারিয়েছেন ভারতের অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনিরা। (ছবি-টুইটার)

4 / 4
পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে ২৩২-২৩০ পয়েন্টে হারান ভারতের তিরন্দাজত্রয়ী (অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনি)। (ছবি-আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া টুইটার)

পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে ২৩২-২৩০ পয়েন্টে হারান ভারতের তিরন্দাজত্রয়ী (অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনি)। (ছবি-আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া টুইটার)

Next Photo Gallery