Bangla NewsPhoto gallery India's Tarundeep Rai, Ridhi Clinch Recurve Mixed Team Gold In Thrilling Archery World Cup 2022 Final
Archery World Cup 2022: তরুণদীপ-রিধির হাত ধরে তিরন্দাজি বিশ্বকাপে দ্বিতীয় সোনা ভারতের
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত তিরন্দাজি বিশ্বকাপ (Archery World Cup 2022) স্টেজ ওয়ানে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে এর আগে সোনা জিতেছিল ভারত। এ বার রিকার্ভ মিক্সড টিমের হয়ে ভারতকে চলতি তিরন্দাজি বিশ্বকাপ থেকে দ্বিতীয় সোনা এনে দিলেন তরুণদীপ রাঈ (Tarundeep Rai) ও রিধি (Ridhi) জুটি।