TV9 Bangla Digital | Edited By: megha
Sep 10, 2022 | 2:54 PM
বেশিরভাগ মানুষের ধারণা সিগারেট খেলেই ঠোঁটের রঙ কালো হয়ে যায়। আসলে সিগারেটের নিকোটিন এবং বেনজোপাইরিন উপাদান ঠোঁটের মেলানিন বাড়িয়ে দেয়। কিন্তু অনেক সময় ধূমপান ছাড়াও ঠোঁট কালো হয়ে যায়। এর পিছনে বেশ কয়েকটি কারণ দায়ী হতে পারে।
শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি দেখা দিলে ঠোঁটের রঙ বদলে যেতে পারে। মূলত শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি শরীরে রক্তাল্পতার ঝুঁকি বাড়িয়ে তোলে। এর কারণে ঠোঁট তার প্রাকৃতিক রঙ হারিয়ে ফেলে এখন কালচে দেখায়।
অ্যাডিসনস রোগে আক্রান্ত হলে ঠোঁটের রঙ বদলে যেতে পারে। মূলত এই রোগে কর্টিসোল এবং অ্যালডোস্টেরন হরমোনের উৎপাদন কমে যায়। এর ফলে দেহের বিভিন্ন অংশ কালো হতে শুরু করে। যার প্রভাব ঠোঁটেও লক্ষ্য করা যায়।
শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে নানা সমস্যা দেখা দেয়। শরীরে জলের ঘাটতি থাকলে ঠোঁটের রঙ পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক সময়, ঠোঁটের রঙ বদলানোর পাশাপাশি ঠোঁট ফাটতে শুরু করে। এটাও ডিহাইড্রেশনের লক্ষণ।
ঠোঁটের কালচে দাগ ক্যান্সারের লক্ষণ হতে পারে। ক্যান্সারে আক্রান্ত হলে ঠোঁটের রঙ ক্রমশ গাঢ় হতে থাকে। এমন কোনও লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
থাইরয়েডের কারণেও ঠোঁটের রঙ কালচে হতে পারে। আসলে থাইরক্সিন হরমোনের ভারসাম্য নষ্ট হলে শরীরের বিভিন্ন অংশে দাগছোপ দেখা যায়। ঠোঁটও ধীরে ধীরে কালচে হতে শুরু করে। তাই এমন কিছু লক্ষ্য করলে ফেলে না রেখে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।