Bangla News Photo gallery Common Water Borne Diseases And How To Prevent Infection In Rainy Season Here Are Some Tips For You
Monsoon Sickness: বর্ষা আসার আনন্দে নাচছেন? জানুন কী রোগ অপেক্ষা করছে আপনার জন্য
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 20, 2023 | 6:42 PM
Monsoon Diseases: টাইফয়েড, কলেরার মতো বর্ষার আরও একটি রোগ হল টাইফয়েড। শরীরের সব শক্তি শুষে নেয় এই রোগ। রোগের কথাতো জানলেন। এবার জানুন এই সব রোগ এড়াতে কী আগাম সতর্কতা অবলম্বন করবেন...
1 / 8
আসছে বর্ষা! মাত্র কয়েক পশলা বৃষ্টিতেই বঙ্গবাসীর মনে আনন্দের শেষ নেই। তবে বৃষ্টি পড়লেই আনন্দ পাওয়ার আগে জেনে নিন বর্ষার বেশ কিছু রোগের সম্মন্ধে।
2 / 8
বর্ষায় সবচেয়ে বেশি জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। এই জলবাহিত রোগের মধ্য়ে অন্যতম হল কলেরা। এর থেকে ডায়ারিয়া, ডি-হাইড্রেশন। এই রোগের প্রতিকার হল পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ও পরিষ্কার জল খাওয়া।
3 / 8
বর্ষায় বাড়ে হেপাটাইটিস-এ রোগের ঝুঁকি। সরাসরি যকৃতের উপর থাবা বসায় এই রোগ। বাড়াবাড়ি হলে পরে তা জন্ডিস বা মারাত্মক জ্বরেও রূপান্তরিত হয়।
4 / 8
টাইফয়েড, কলেরার মতো বর্ষার আরও একটি রোগ হল টাইফয়েড। শরীরের সব শক্তি শুষে নেয় এই রোগ। রোগের কথাতো জানলেন। এবার জানুন এই সব রোগ এড়াতে কী আগাম সতর্কতা অবলম্বন করবেন...
5 / 8
প্রথমেই কলের জল খাওয়া বন্ধ করুন। আর খেলেও তা অবশ্যই পরিশোধন করে খান। জল ফুটিয়ে খেলে আরও ভাল। সবসময় পরিষ্কার জায়গায় জল রাখুন।
6 / 8
বর্ষাকালে হাত ভাল করে ধোবেন। কারণ আমাদের হাতে অনেক জীবানু থাকে যা থেকে পেট খারাপের সমস্যা দেখা দেয়।
7 / 8
বর্ষাকালে শাক-সবজি খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিন। কারণ বর্ষাকালে শাকসবজিতে বৃষ্টির দল লেগে থাকে যা পেটে গেলে বিপদ হতে পারে।
8 / 8
জল জমে থাকা জায়গা থেকে দূরে থাকুন। বর্ষাকালে বাইরে থেকে এসে হাত, পা ভাল করে ধুতে হবে। এবং অবশ্যই পোশাক বদলাবেন।