COVID 19: উৎসবের বাংলায় মাথাচাড়া দিচ্ছে করোনাও! সাবধান হলেই এড়ানো যাবে বিপদ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 04, 2021 | 12:08 AM

Durga Puja: ভাইরোলজিস্টরা বলছেন, এই মুহূর্তে যে কোনও রকম জমায়েত এড়িয়ে যাওয়াই ভাল।

1 / 6
কোভিড পরিস্থিতিতে দুর্গা পূজায় এসওপি জারি হয়েছে ওড়িশায় (ফাইল ছবি)

কোভিড পরিস্থিতিতে দুর্গা পূজায় এসওপি জারি হয়েছে ওড়িশায় (ফাইল ছবি)

2 / 6
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে কোভিড বুলেটিন প্রকাশ করেছে তাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭০১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার হারটা ৯৮.৩২ শতাংশ। ২৯ সেপ্টেম্বর সেই সংখ্যাটা দাঁড়ায় ৭৪৮-এ। মৃত্যু হয় ১৪ জনের। ৩০ সেপ্টেম্বর একদিনে করোনা আক্রান্ত হন ৭৪৯ জন। মৃত্যু হয় ১৫ জনের। ১ অক্টোবর সংক্রমিত হয়েছেন ৭০৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। ২ অক্টোবর ৭৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯ জনের।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে কোভিড বুলেটিন প্রকাশ করেছে তাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭০১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার হারটা ৯৮.৩২ শতাংশ। ২৯ সেপ্টেম্বর সেই সংখ্যাটা দাঁড়ায় ৭৪৮-এ। মৃত্যু হয় ১৪ জনের। ৩০ সেপ্টেম্বর একদিনে করোনা আক্রান্ত হন ৭৪৯ জন। মৃত্যু হয় ১৫ জনের। ১ অক্টোবর সংক্রমিত হয়েছেন ৭০৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। ২ অক্টোবর ৭৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯ জনের।

3 / 6
জানুয়ারি থেকে মিলবে প্রিকশন ডোজ়? (প্রতীকী ছবি)

জানুয়ারি থেকে মিলবে প্রিকশন ডোজ়? (প্রতীকী ছবি)

4 / 6
দেশে সাপ্তাহিক সংক্রমিতের হার ১০০ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে যা ১.৬৬%। দৈনিক সংক্রমিতের হার গত ৩৪ দিন ধরে ৩ শতাংশের কম, আজ এই হার ১.৮%। মোট নমুনা পরীক্ষা হয়েছে  ৫৭ কোটি ৩২ লক্ষ। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এখন পর্যন্তও ৯০ কোটির উপরে মানুষ টিকা পেয়েছেন।

দেশে সাপ্তাহিক সংক্রমিতের হার ১০০ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে যা ১.৬৬%। দৈনিক সংক্রমিতের হার গত ৩৪ দিন ধরে ৩ শতাংশের কম, আজ এই হার ১.৮%। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ কোটি ৩২ লক্ষ। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এখন পর্যন্তও ৯০ কোটির উপরে মানুষ টিকা পেয়েছেন।

5 / 6
পুজোর মুখে করোনার তৃতীয় ঢেউ নিয়ে একটা আতঙ্ক রয়েই গিয়েছে। টিকাকরণ হলে বড় বিপদের ঝুঁকি কম ঠিকই। কিন্তু সংক্রমণ হবে না, এমন কথা কোনও বিশেষজ্ঞই দেননি। ফলে শিশু কিংবা যাঁদের বয়স বেশি বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের কাছে নতুন করে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

পুজোর মুখে করোনার তৃতীয় ঢেউ নিয়ে একটা আতঙ্ক রয়েই গিয়েছে। টিকাকরণ হলে বড় বিপদের ঝুঁকি কম ঠিকই। কিন্তু সংক্রমণ হবে না, এমন কথা কোনও বিশেষজ্ঞই দেননি। ফলে শিশু কিংবা যাঁদের বয়স বেশি বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের কাছে নতুন করে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

6 / 6
ভাইরোলজিস্টরা বলছেন, এই মুহূর্তে যে কোনও রকম জমায়েত এড়িয়ে যাওয়াই ভাল। সামনে পুজো, জমায়েতের প্রবণতাও অনেকটা বেশি থাকবে। যা পরোক্ষে ডেকে আনবে বিপদ। মানুষ যদি বিভিন্ন জায়গায় আবারও জমায়েত শুরু করে এবং সেখানে যদি যথাযথ কোভিড বিধি না মানি তা হলে কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাবে। ছবি PTI

ভাইরোলজিস্টরা বলছেন, এই মুহূর্তে যে কোনও রকম জমায়েত এড়িয়ে যাওয়াই ভাল। সামনে পুজো, জমায়েতের প্রবণতাও অনেকটা বেশি থাকবে। যা পরোক্ষে ডেকে আনবে বিপদ। মানুষ যদি বিভিন্ন জায়গায় আবারও জমায়েত শুরু করে এবং সেখানে যদি যথাযথ কোভিড বিধি না মানি তা হলে কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাবে। ছবি PTI

Next Photo Gallery
Photo Gallery: ‘হাওয়াই চটি, হাওয়াই চটি, দিল্লি যাবে হাওয়াই চটি…’, কালীঘাটে উড়ল সবুজ আবির, উঠল স্লোগান
European Destinations in Winter: শীতে ইউরোপ যাবেন? আপনার জন্য খোঁজ রইল কিছু আকর্ষণীয় ভ্রমণ স্থানের…