Cricket: পেশা বদলে ভাগ্য বদলে গিয়েছে যেসব ক্রিকেটারের

| Edited By: | Updated on: Oct 06, 2022 | 7:45 AM
কেউ ডাক্তার, কেউ শিক্ষক, টিকিট চেকার বা নিছক ট্রাক-গাড়ির ড্রাইভার। দেশ-বিদেশের বহু বিখ্যাত ক্রিকেটার রয়েছে যাঁরা একটা সময় অন্য পেশায় নিযুক্ত ছিলেন। পরে পেশা বদলে বাইশ গজের সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। তেমনই একজন ক্রিকেটার নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার শেন বন্ড। ব্যাটারদের ত্রাস হওয়ার আগে পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করতেন বন্ড।(ছবি:টুইটার)

কেউ ডাক্তার, কেউ শিক্ষক, টিকিট চেকার বা নিছক ট্রাক-গাড়ির ড্রাইভার। দেশ-বিদেশের বহু বিখ্যাত ক্রিকেটার রয়েছে যাঁরা একটা সময় অন্য পেশায় নিযুক্ত ছিলেন। পরে পেশা বদলে বাইশ গজের সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। তেমনই একজন ক্রিকেটার নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার শেন বন্ড। ব্যাটারদের ত্রাস হওয়ার আগে পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করতেন বন্ড।(ছবি:টুইটার)

1 / 5
কেরিয়ার শুরু হয়েছিল চিকিৎসক হিসেবে। পরে ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ হলেও সেই পরিচয় মুছে যায়নি। কথা হচ্ছে ক্রিকেটের জনক, ইংল্যান্ডের বিখ্যাত ডাক্তার ডব্লিউ জি গ্রেসের। বাইশ গজে তাঁর উদ্ভট কাণ্ডকারখানার গল্প শোনা যায় বিস্তর। ক্রিকেটের পাশাপাশি চিকিৎসার কাজও সামলে চলতেন তিনি।(ছবি:টুইটার)

কেরিয়ার শুরু হয়েছিল চিকিৎসক হিসেবে। পরে ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ হলেও সেই পরিচয় মুছে যায়নি। কথা হচ্ছে ক্রিকেটের জনক, ইংল্যান্ডের বিখ্যাত ডাক্তার ডব্লিউ জি গ্রেসের। বাইশ গজে তাঁর উদ্ভট কাণ্ডকারখানার গল্প শোনা যায় বিস্তর। ক্রিকেটের পাশাপাশি চিকিৎসার কাজও সামলে চলতেন তিনি।(ছবি:টুইটার)

2 / 5
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন। শুনলে অবাক হবেন মিচ একসময় ট্রাক চালাতেন। ট্রাকে করে বাড়ি সারাইয়ের বিভিন্ন জিনিসপত্র আসা, নিয়ে যাওয়া করতেন। হাড়ভাঙা খাটুনির শেষে অনুশীলন করতে ভুলতেন না। তারই জেরে ক্রিকেট জগতের অন্যতম নাম মিচেল জনসনের। (ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন। শুনলে অবাক হবেন মিচ একসময় ট্রাক চালাতেন। ট্রাকে করে বাড়ি সারাইয়ের বিভিন্ন জিনিসপত্র আসা, নিয়ে যাওয়া করতেন। হাড়ভাঙা খাটুনির শেষে অনুশীলন করতে ভুলতেন না। তারই জেরে ক্রিকেট জগতের অন্যতম নাম মিচেল জনসনের। (ছবি:টুইটার)

3 / 5
পেশা বদলে তাঁর বিখ্যাত ক্রিকেটার হওয়ার যাত্রা সিনেমাকেও হার মানায়। দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রেলের টিকিট পরীক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন। যদিও ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। স্বপ্ন দেখাও ছাড়েননি। তারপরের ঘটনা ভারতীয় ক্রিকেটের জগতের ইতিহাসের অংশ। (ছবি:টুইটার)

পেশা বদলে তাঁর বিখ্যাত ক্রিকেটার হওয়ার যাত্রা সিনেমাকেও হার মানায়। দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রেলের টিকিট পরীক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন। যদিও ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। স্বপ্ন দেখাও ছাড়েননি। তারপরের ঘটনা ভারতীয় ক্রিকেটের জগতের ইতিহাসের অংশ। (ছবি:টুইটার)

4 / 5
আশির দশকে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন কলিন ক্রফট। দীর্ঘদেহী জোরে বোলার একটা সময় এয়ারলাইন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করতেন। (ছবি:টুইটার)

আশির দশকে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন কলিন ক্রফট। দীর্ঘদেহী জোরে বোলার একটা সময় এয়ারলাইন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করতেন। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: