Cristiano Ronaldo-Georgina Rodriguez: লাল ড্রেসে মোহময়ী জর্জিনা, গুনগুনিয়ে উঠলেন রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 21, 2022 | 2:53 PM

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিডসের ইপিএল ম্যাচ স্থগিত হওয়ার ভালো সুযোগ নিলেন ম্যান ইউ তারকা। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সপ্তাহান্তে কিছুটা সময় কাটানোর সুযোগ পেলেন। লিসবনে জনপ্রিয় পর্তুগিজ গায়ক নিনিনহো ভাজ মায়ার সঙ্গে রোনাল্ডো-জর্জিনার দেখা হয় এক রেস্টুরেন্টে। সেখানেই গুনগুনিয়ে ওঠেন সিআর সেভেন।

1 / 5
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিডসের ইপিএল ম্যাচ স্থগিত হওয়ার ভালো সুযোগ নিলেন ম্যান ইউ তারকা। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সপ্তাহান্তে কিছুটা সময় কাটানোর সুযোগ পেলেন। লিসবনে জনপ্রিয় পর্তুগিজ গায়ক নিনিনহো ভাজ মায়ার সঙ্গে রোনাল্ডো-জর্জিনার দেখা হয় এক রেস্টুরেন্টে। সেখানেই গুনগুনিয়ে ওঠেন সিআর সেভেন। (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিডসের ইপিএল ম্যাচ স্থগিত হওয়ার ভালো সুযোগ নিলেন ম্যান ইউ তারকা। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সপ্তাহান্তে কিছুটা সময় কাটানোর সুযোগ পেলেন। লিসবনে জনপ্রিয় পর্তুগিজ গায়ক নিনিনহো ভাজ মায়ার সঙ্গে রোনাল্ডো-জর্জিনার দেখা হয় এক রেস্টুরেন্টে। সেখানেই গুনগুনিয়ে ওঠেন সিআর সেভেন। (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

2 / 5
পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জনপ্রিয় পর্তুগাল গায়ক নিনিনহো ভাজ মায়ার বড় ফ্যান। লিসবনে এক সন্ধ্যায় রেস্টুরেন্টে মায়ার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে রোনাল্ডো ও জর্জিনার। যে ছবি ইন্সটাগ্রামো পোস্ট করে মায়া লিখেছেন, "একটা স্নিগ্ধ ও সুন্দর রাত।" (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জনপ্রিয় পর্তুগাল গায়ক নিনিনহো ভাজ মায়ার বড় ফ্যান। লিসবনে এক সন্ধ্যায় রেস্টুরেন্টে মায়ার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে রোনাল্ডো ও জর্জিনার। যে ছবি ইন্সটাগ্রামো পোস্ট করে মায়া লিখেছেন, "একটা স্নিগ্ধ ও সুন্দর রাত।" (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

3 / 5
লাল বডিকন ড্রেসের সঙ্গে সাদা রংয়ের বুট পরেছিলেন রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা। তাঁর কানে ছিল বড় লুপড কানের দুল (চুড়ির মতো গোল)। (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

লাল বডিকন ড্রেসের সঙ্গে সাদা রংয়ের বুট পরেছিলেন রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা। তাঁর কানে ছিল বড় লুপড কানের দুল (চুড়ির মতো গোল)। (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

4 / 5
রোনাল্ডোকে সঙ্গে নিয়েই গান গেয়েছেন মায়া। সিআর সেভেনের সঙ্গে আলাদা করে মায়াকেও ছবি তুলতে দেখা গিয়েছে। (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

রোনাল্ডোকে সঙ্গে নিয়েই গান গেয়েছেন মায়া। সিআর সেভেনের সঙ্গে আলাদা করে মায়াকেও ছবি তুলতে দেখা গিয়েছে। (ছবি-নিনিনহো ভাজ মায়া ইন্সটাগ্রাম)

5 / 5
উল্লেখ্য, সপ্তাহান্তে রোনাল্ডোর সঙ্গে একান্তে বেশ কিছুটা সময় কাটিয়েছেন জর্জিনা। একখানা রুফটপ সুইমিং পুল থেকে বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রোনাল্ডোর বান্ধবী। যেখানে বিশেষ নজর কেড়েছে জর্জিনার হাতের নতুন ট্যাটু। যাতে লেখা রয়েছে, 'মামা'। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

উল্লেখ্য, সপ্তাহান্তে রোনাল্ডোর সঙ্গে একান্তে বেশ কিছুটা সময় কাটিয়েছেন জর্জিনা। একখানা রুফটপ সুইমিং পুল থেকে বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রোনাল্ডোর বান্ধবী। যেখানে বিশেষ নজর কেড়েছে জর্জিনার হাতের নতুন ট্যাটু। যাতে লেখা রয়েছে, 'মামা'। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

Next Photo Gallery