Bangla NewsPhoto gallery Cristiano Ronaldo begins World Cup campaign with Portugal, he can make many records in Qatar World Cup 2022
Cristiano Ronaldo: রোনাল্ডোর কাছে কাতারে রেকর্ডের ঝাঁপি ভরানোর সুযোগ
আজ বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে পর্তুগাল। প্রতিপক্ষ ঘানা। সম্ভবত এটাই ক্রিশ্চিয়ানোে রোনাল্ডোর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ও তাঁর বিচ্ছেদ নিয়ে কম নাটক হয়নি। আপাতত ম্যান ইউ অধ্যায়ে ইতি টেনে দেশের জার্সিতে রোনাল্ডোর জ্বলে ওঠার পালা। কাতার বিশ্বকাপে এক ঝাঁক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর সামনে।