FIFA World Cup 2022: পা পড়েছে সিআর সেভেনেরও… সব তারকাই কাতারে
Qatar 2022: কাতারে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার সতীর্থদের সঙ্গে হামাদ এয়ারপোর্টে পৌছন তিনি। আগামী ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। দোহার আল সামাল হোটেলের সামনে রোনাল্ডোদের স্বাগত জানান সমর্থকরা। মেসি-রোনাল্ডো দুই তারকাই কাতারে। বিশ্বকাপের মঞ্চ যেন পরিপূর্ণ হয়ে উঠল।