World Cup Hero: বিশ্বকাপের এই নায়করা পাননি প্রচারের আলো

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 20, 2022 | 9:30 AM

1 / 9
বিভিন্ন বিশ্বকাপ স্মরণীয় হয়ে রয়েছে বিভিন্ন তারকা ফুটবলারদের জন্য।  বিশ্বকাপে পারফরম্যান্স তারকা বানিয়েছে সেই ফুটবলারদের। এ রকমই আট তারকাকে দেখে নেব আমরা। যারা বিশ্বকাপের হিরো। কিন্তু প্রচারের আলো সে ভাবে পড়েনি তাঁদের উপর।

বিভিন্ন বিশ্বকাপ স্মরণীয় হয়ে রয়েছে বিভিন্ন তারকা ফুটবলারদের জন্য। বিশ্বকাপে পারফরম্যান্স তারকা বানিয়েছে সেই ফুটবলারদের। এ রকমই আট তারকাকে দেখে নেব আমরা। যারা বিশ্বকাপের হিরো। কিন্তু প্রচারের আলো সে ভাবে পড়েনি তাঁদের উপর।

2 / 9
২০০৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইতালি। ফাইনালে ফ্রান্সকে হারায় তারা। ইটালির সেই বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইতালির লেফ্ট ব্যাক ফাবিও গ্রোসো। কিন্তু বিশ্বকাপের সমস্ত ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করলেও প্রচারের আলো সে ভাবে পড়েনি তাঁর উপর।

২০০৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইতালি। ফাইনালে ফ্রান্সকে হারায় তারা। ইটালির সেই বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইতালির লেফ্ট ব্যাক ফাবিও গ্রোসো। কিন্তু বিশ্বকাপের সমস্ত ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করলেও প্রচারের আলো সে ভাবে পড়েনি তাঁর উপর।

3 / 9
নেদারল্যান্ডের গোলকিপার টিম ক্রুল দুরন্ত পারফরম্যান্স করেন ২০১৪ সালের বিশ্বকাপে। দুটি পেনাল্টি বাঁচিয়ে নেদারল্যান্ডকে সেমিফাইনালে তোলের তিনি।

নেদারল্যান্ডের গোলকিপার টিম ক্রুল দুরন্ত পারফরম্যান্স করেন ২০১৪ সালের বিশ্বকাপে। দুটি পেনাল্টি বাঁচিয়ে নেদারল্যান্ডকে সেমিফাইনালে তোলের তিনি।

4 / 9
ইতালির ফুটবলার পাওলো রোসি। ১৯৮২ সালের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে সে বারের বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইতালি। সেই ম্যাচের প্রথম গোল করেছিলেন রোসি।

ইতালির ফুটবলার পাওলো রোসি। ১৯৮২ সালের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে সে বারের বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইতালি। সেই ম্যাচের প্রথম গোল করেছিলেন রোসি।

5 / 9
রাশিয়ার ফুটবলার ওলেগ সালেঙ্কো। ১৯৯৪ সালে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ওই বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় নেয় রাশিয়া। কিন্তু যুগ্ম ভাবে গোল্ডেন বুট জিতেছিলেন সালেঙ্কো।

রাশিয়ার ফুটবলার ওলেগ সালেঙ্কো। ১৯৯৪ সালে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ওই বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় নেয় রাশিয়া। কিন্তু যুগ্ম ভাবে গোল্ডেন বুট জিতেছিলেন সালেঙ্কো।

6 / 9
ব্রাজিলের রাইট ব্যাক জসিমার ১৯৮৬ সালের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন।

ব্রাজিলের রাইট ব্যাক জসিমার ১৯৮৬ সালের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন।

7 / 9
উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফোরলান মাতিয়েছিলেন ২০১০ সালের বিশ্বকাপ। উরুগুয়ে চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপের সেরা ফুটবলার গোল্ডেল বল অ্যাওয়ার্ড গিয়েছিল তাঁর ঝুলিতে।

উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফোরলান মাতিয়েছিলেন ২০১০ সালের বিশ্বকাপ। উরুগুয়ে চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপের সেরা ফুটবলার গোল্ডেল বল অ্যাওয়ার্ড গিয়েছিল তাঁর ঝুলিতে।

8 / 9
ক্যামেরুনের তারকা ফুটবলার রজার মিল্লা। ১৯৯০ সালের বিশ্বকাপে একার হাতে ক্যামেরুনকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। ৩৮ বছরে বয়েস মিল্লার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল ফুটবল দুনিয়া। ৪২ বছর বয়সে ১৯৯৪ সালের বিশ্বকাপও খেলেছিলেন তিনি।

ক্যামেরুনের তারকা ফুটবলার রজার মিল্লা। ১৯৯০ সালের বিশ্বকাপে একার হাতে ক্যামেরুনকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। ৩৮ বছরে বয়েস মিল্লার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল ফুটবল দুনিয়া। ৪২ বছর বয়সে ১৯৯৪ সালের বিশ্বকাপও খেলেছিলেন তিনি।

9 / 9
ফ্রান্সের স্ট্রাইকার জাস্ট ফোন্তানে ১৩টি গোল করেছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপে। একটি বিশ্বকাপের সবথেকে বেশি গোলের রেকর্ড এখনও এই ফরাসি স্ট্রাইকারের দখলে।

ফ্রান্সের স্ট্রাইকার জাস্ট ফোন্তানে ১৩টি গোল করেছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপে। একটি বিশ্বকাপের সবথেকে বেশি গোলের রেকর্ড এখনও এই ফরাসি স্ট্রাইকারের দখলে।

Next Photo Gallery