1 / 6
হাসিখুশি পরিবার, সুখী পরিবার । এই মন্ত্রে বিশ্বাসী ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo) । সিআর সেভেন জুনিয়র, ইভা, মাত্তেও, আলানা ও একরত্তি বেলাকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন । ডেস্টিনেশনে পৌঁছনোর আগে বিমানের বসেই সপরিবারে ক্যামেরায় পোজ দিলেন।