Cristiano Ronaldo On Holiday : সঙ্গী বান্ধবী, ছেলেমেয়েরা ; লম্বা মরসুম শেষে হলিডে মুডে রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jun 15, 2022 | 7:37 PM

1 / 6
হাসিখুশি পরিবার, সুখী পরিবার । এই মন্ত্রে বিশ্বাসী ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo) । সিআর সেভেন জুনিয়র, ইভা, মাত্তেও, আলানা ও একরত্তি বেলাকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন । ডেস্টিনেশনে পৌঁছনোর আগে বিমানের বসেই সপরিবারে ক্যামেরায় পোজ দিলেন।

হাসিখুশি পরিবার, সুখী পরিবার । এই মন্ত্রে বিশ্বাসী ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo) । সিআর সেভেন জুনিয়র, ইভা, মাত্তেও, আলানা ও একরত্তি বেলাকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন । ডেস্টিনেশনে পৌঁছনোর আগে বিমানের বসেই সপরিবারে ক্যামেরায় পোজ দিলেন।

2 / 6
যদিও কোথায় গেলেন রোনাল্ডো, জিওর্জিনারা তা স্পষ্ট হয়নি। বেড়াতে যাওয়ার ছবি রোনাল্ডোর বান্ধবী (Georgina Rodríguez) ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, "মাই লাইফ"। পোস্ট করতেই কমেন্ট বক্সে মন্তব্যের বানভাসি। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

যদিও কোথায় গেলেন রোনাল্ডো, জিওর্জিনারা তা স্পষ্ট হয়নি। বেড়াতে যাওয়ার ছবি রোনাল্ডোর বান্ধবী (Georgina Rodríguez) ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, "মাই লাইফ"। পোস্ট করতেই কমেন্ট বক্সে মন্তব্যের বানভাসি। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

3 / 6
ক্রিশ্চিয়ানোর ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে বড় ১১ বছরের ক্রিশ্চিয়ানো জুনিয়র। যমজ সন্তান ইভা ও মাত্তেওর বয়স ৫ বছর। রোনাল্ডো-জিওর মেয়ে আলানা মার্টিনা এখন ৪ বছরের। আর কোলের মেয়ে বেলা তো সবে দু'মাসের (Cristiano Ronaldo family)।

ক্রিশ্চিয়ানোর ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে বড় ১১ বছরের ক্রিশ্চিয়ানো জুনিয়র। যমজ সন্তান ইভা ও মাত্তেওর বয়স ৫ বছর। রোনাল্ডো-জিওর মেয়ে আলানা মার্টিনা এখন ৪ বছরের। আর কোলের মেয়ে বেলা তো সবে দু'মাসের (Cristiano Ronaldo family)।

4 / 6
আগামী মরসুমে লাল ইউনাইটেডের হয়ে খেলবেন কি না তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। যতটা প্রত্যাশা নিয়ে পুরনো ক্লাবে ফিরেছিলেন ফল ততটা ভাল হয়নি। সেই গুঞ্জনের মধ্যেই পরিবার নিয়ে প্রাইভেট জেটে কোনও এক এক্সোটিক লোকেশনে উড়ে গেলেন ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo on Holiday)।

আগামী মরসুমে লাল ইউনাইটেডের হয়ে খেলবেন কি না তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। যতটা প্রত্যাশা নিয়ে পুরনো ক্লাবে ফিরেছিলেন ফল ততটা ভাল হয়নি। সেই গুঞ্জনের মধ্যেই পরিবার নিয়ে প্রাইভেট জেটে কোনও এক এক্সোটিক লোকেশনে উড়ে গেলেন ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo on Holiday)।

5 / 6
ডেস্টিনেশনে পৌঁছনোর পর রোনাল্ডোর ইনস্টাতেও ভেসে উঠল ছবি। এক টেবিলে পরিবার নিয়ে খেতে বসেছেন।  পোস্টের নিচে ক্যাপশনে লিখলেন, "ভ্যাকেশন উইথ লাভ"।

ডেস্টিনেশনে পৌঁছনোর পর রোনাল্ডোর ইনস্টাতেও ভেসে উঠল ছবি। এক টেবিলে পরিবার নিয়ে খেতে বসেছেন। পোস্টের নিচে ক্যাপশনে লিখলেন, "ভ্যাকেশন উইথ লাভ"।

6 / 6
গত সপ্তাহ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। লম্বা মরসুম শেষে ছুটিটা প্রাপ্য ছিল পর্তুগিজ মহাতারকার। পরের মরসুমে নতুন উদ্যোমে মাঠে নামার আগে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাবেন রোনাল্ডো।

গত সপ্তাহ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। লম্বা মরসুম শেষে ছুটিটা প্রাপ্য ছিল পর্তুগিজ মহাতারকার। পরের মরসুমে নতুন উদ্যোমে মাঠে নামার আগে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাবেন রোনাল্ডো।

Next Photo Gallery