TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
May 27, 2022 | 9:45 AM
গত বছর অক্টোবর মাসে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়েছিলেন, তাঁর মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। কিন্তু চলতি বছরের ১৮ এপ্রিল দুঃসংবাদ আসে রোনাল্ডোর পরিবারে। যমজ সন্তানের জন্মের পরই তাঁদের পুত্র সন্তান মারা যায়। তবে তাঁদের মেয়ে বেলা এসমেরালদা সুস্থ রয়েছে। সন্তান হারানোর যন্ত্রনার সঙ্গে মানিয়ে নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে প্রবেশ করেছেন রোনাল্ডো ও জর্জিনা। সদ্য কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes film festival) দেখা গিয়েছে জর্জিনাকে। ফ্রান্সে রেট কার্পেটে কালো লেদার ড্রেসে এবং ফুল লেন্থ স্পার্কলিং নেক গ্রাউনে নজর কেড়েছেন জর্জিনা। দেখে নিন সেই ছবি...
৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে জর্জিনাকে দেখা গিয়েছে মার্তিনেজ হোটেলে। রেড কার্পেটে অংশ নেওয়া আগে হোটেলের ব্যালকনিতে লাঞ্চ করার ছবি জর্জিনা ভাগ করে নিয়েছেন ইন্সটাগ্রামে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)
4 / 4
রোনাল্ডো-জর্জিনার যমজ সন্তানের জন্মের পরই তাঁদের পুত্র সন্তান মারা যায়। সেই ঘটনার পর এই প্রথম বার কোনও ইভেন্টে যোগ দিলেন রোনাল্ডোর বান্ধবী। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)