গত বছর অক্টোবর মাসে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়েছিলেন, তাঁর মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। কিন্তু চলতি বছরের ১৮ এপ্রিল দুঃসংবাদ আসে রোনাল্ডোর পরিবারে। যমজ সন্তানের জন্মের পরই তাঁদের পুত্র সন্তান মারা যায়। তবে তাঁদের মেয়ে বেলা এসমেরালদা সুস্থ রয়েছে। সন্তান হারানোর যন্ত্রনার সঙ্গে মানিয়ে নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে প্রবেশ করেছেন রোনাল্ডো ও জর্জিনা। সদ্য কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes film festival) দেখা গিয়েছে জর্জিনাকে। ফ্রান্সে রেট কার্পেটে কালো লেদার ড্রেসে এবং ফুল লেন্থ স্পার্কলিং নেক গ্রাউনে নজর কেড়েছেন জর্জিনা। দেখে নিন সেই ছবি...