Bangla NewsPhoto gallery Croatia captain Luka Modric's celebrations that will reignite your love for Football
FIFA World Cup 2022: মরক্কোকে হারিয়ে লুকা মদ্রিচরা মাতলেন সেলিব্রেশনে, ঝলক দেখুন ছবিতে
কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন লুকা মদ্রিচ। আর্জেন্টিনার কাছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ক্রোটদের। কিন্তু তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ছিলেন লুকারা। মরক্কোর বিরুদ্ধে খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই করে এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ক্রোয়েশিয়া।