CWG 2022: উড়ন্ত শিখের পায়ে কমনওয়েলথে সোনার সফর শুরু ভারতের

স্বাধীনতার আগে থেকে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ভারত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৫০১টি পদক। যার মধ্যে ১৮১টি সোনার পদক। ভারত প্রথমবার কমনওয়েলথে সোনা জেতে ১৯৫৮ সালে। কমনওয়েলথে ভারতের সোনার সফর শুরু হয়েছিল কিংবদন্তি মিলখা সিংয়ের হাত ধরে।

| Edited By: | Updated on: Jul 22, 2022 | 9:30 AM
স্বাধীনতার আগে থেকে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ভারত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৫০১টি পদক। যার মধ্যে ১৮১টি সোনার পদক। ভারত প্রথমবার কমনওয়েলথে সোনা জেতে ১৯৫৮ সালে। কমনওয়েলথে ভারতের সোনার সফর শুরু হয়েছিল কিংবদন্তি মিলখা সিংয়ের হাত ধরে। (ছবি: টুইটার)

স্বাধীনতার আগে থেকে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ভারত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৫০১টি পদক। যার মধ্যে ১৮১টি সোনার পদক। ভারত প্রথমবার কমনওয়েলথে সোনা জেতে ১৯৫৮ সালে। কমনওয়েলথে ভারতের সোনার সফর শুরু হয়েছিল কিংবদন্তি মিলখা সিংয়ের হাত ধরে। (ছবি: টুইটার)

1 / 5
১৯৫৮ সালে কার্ডিফ অলিম্পিকের ৪৪০ ইয়ার্ড দৌড়ে সোনা জেতেন ফ্লাইং শিখ। ৪৬.৭১ সেকেন্ডে পূর্ণ করেন দৌড়। মিলখার সোনা জয় কমনওয়েলথ গেমসে ভারতের সোনার স্বপ্ন পূরণ করে। (ছবি: টুইটার)

১৯৫৮ সালে কার্ডিফ অলিম্পিকের ৪৪০ ইয়ার্ড দৌড়ে সোনা জেতেন ফ্লাইং শিখ। ৪৬.৭১ সেকেন্ডে পূর্ণ করেন দৌড়। মিলখার সোনা জয় কমনওয়েলথ গেমসে ভারতের সোনার স্বপ্ন পূরণ করে। (ছবি: টুইটার)

2 / 5
ওই ইভেন্টে অংশগ্রহণকারী দেশগুলি ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, উগান্ডা, কেনিয়া এবং জামাইকা। ৪০০ ইয়ার্ডের ফাইনালে উঠে যান মিলখা সিং। ফাইনালে ভারতীয় দৌড়বিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যালকম স্পেন্স। যদিও শেষ হাসি হাসেন ভারতীয় অ্যাথলিট।(ছবি: টুইটার)

ওই ইভেন্টে অংশগ্রহণকারী দেশগুলি ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, উগান্ডা, কেনিয়া এবং জামাইকা। ৪০০ ইয়ার্ডের ফাইনালে উঠে যান মিলখা সিং। ফাইনালে ভারতীয় দৌড়বিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যালকম স্পেন্স। যদিও শেষ হাসি হাসেন ভারতীয় অ্যাথলিট।(ছবি: টুইটার)

3 / 5
দেশে ফেরার পর নায়কের সম্মান পান ফ্লাইং শিখ। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই তারকা অ্য়াথলিটের অনুরোধে পরদিন ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। (ছবি: টুইটার)

দেশে ফেরার পর নায়কের সম্মান পান ফ্লাইং শিখ। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই তারকা অ্য়াথলিটের অনুরোধে পরদিন ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। (ছবি: টুইটার)

4 / 5
মিলখার পায়ে পায়ে শুরু হয়েছিল কমনওয়েলথে ভারতের সোনার সফর। যা এতদিনে ১৮১-তে পৌঁছেছে। চলতি বছরে রানি এলিজাবেথের দেশে বসেছে কমনওয়েলথের আসর। ভারতীয় অ্যাথলিটদের সোনার পদক গলায় দেশে ফিরতে দেখতে চাইছেন দেশবাসী। (ছবি: টুইটার)

মিলখার পায়ে পায়ে শুরু হয়েছিল কমনওয়েলথে ভারতের সোনার সফর। যা এতদিনে ১৮১-তে পৌঁছেছে। চলতি বছরে রানি এলিজাবেথের দেশে বসেছে কমনওয়েলথের আসর। ভারতীয় অ্যাথলিটদের সোনার পদক গলায় দেশে ফিরতে দেখতে চাইছেন দেশবাসী। (ছবি: টুইটার)

5 / 5
Follow Us: