CWG 2022: ছুঁলেই নিশ্চিত পদক, কমনওয়েলথে ভারতের ‘পঞ্চবাণ’
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Jul 21, 2022 | 4:31 PM
Commonwealth Games 2022: এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে ৫০১টি পদক জিতেছে ভারত। যার অর্ধেক এসেছে শুটিং এবং ভারোত্তোলন থেকে। বার্মিংহ্যামে যে খেলাগুলিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল সেগুলির তালিকা দেওয়া হল নীচে।
1 / 6
৬৬টি পদক। তার মধ্যে ২৬টি সোনা। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে শেষ করে ভারত। ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফের একটা কমনওয়েলথ গেমসের। ২৮ জুলাই থেকে শুরু বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে গতবারের পারফরম্যান্স ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত গেমসে ৫০১টি পদক জিতেছে ভারত। যার অর্ধেক এসেছে শুটিং এবং ভারোত্তোলন থেকে। বার্মিংহ্যামে যে খেলাগুলিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল সেগুলির তালিকা দেওয়া হল নীচে। (ছবি:টুইটার)
2 / 6
কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে সবচেয়ে বেশি পদক এসেছে শুটিং থেকে। ৬৩টি সোনা, ৪৪টি রূপো এবং ২৮টি ব্রোঞ্জ পদক। সবমিলিয়ে ১৩৫টি পদক জিতেছেন দেশের শুটাররা। যদিও চলতি বছরে কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে শুটিং। যা ভারতের কাছে বড় ধাক্কা।(ছবি:টুইটার)
3 / 6
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারোত্তলন। গেমসে এখনও পর্যন্ত ১২৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যার মধ্যে ৪৩টি সোনা, ৪৮টি রূপো এবং ৩৪টি ব্রোঞ্জ। অস্ট্রেলিয়ার পর ভারোত্তলনে সবচেয়ে সফল দেশ ভারত। বার্মিংহ্যাম কমনওয়েলথে নিশ্চিতভাবে পদক জয়ের অন্যতম দাবিদার টোকিয়ো অলিম্পিকে পদক জয়ী মীরাবাঈ চানু। এবারের ভারোত্তলন টিম বেশ শক্তিশালী। গতবছর দেশের ভারোত্তলকরা মোট ৮ টি পদক জিতেছিলেন।(ছবি:টুইটার)
4 / 6
কুস্তিতে এখনও পর্যন্ত এসেছে ১০২টি মেডেল। ৪৩টি সোনা, ৩৭টি রূপো এবং ২২টি ব্রোঞ্জ। প্রতিবার কমনওয়লথ গেমস থেকে ভুরি ভুরি মেডেল জেতে ভারত। গোল্ডকোস্ট কমনওয়েলথে পাঁচটি সোনা-সহ ৯টি পদক আসে ভারতের ঘরে। এবার নজর থাকবে ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, রবি দাহিয়াদের উপর।(ছবি:টুইটার)
5 / 6
তালিকার চতুর্থ স্থানে রয়েছে বক্সিং। ৩৭টি পদকের মধ্যে ৮টি সোনা, ১২টি রূপো এবং ১৭টি ব্রোঞ্জ রয়েছে। গতবার ভারত ৯টি পদক জিতেছিল। এবারের দলে থাকছেন অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহিন, বিশ্ব চ্যাম্পিয়ন নিখত জারিন, অমিত পাঙ্ঘাল, শিব থাপাদের মতো বক্সাররা।(ছবি:টুইটার)
6 / 6
তালিকার প্রথম পাঁচে অবশ্যই থাকবে অ্যাথলেটিক্স। এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সে ২৮টি পদক এসেছে। যার মধ্যে পাঁচটি সোনা, ১০টি রূপো এবং ১৩টি ব্রোঞ্জ। গোল্ডকোস্টে সেবার অ্যাথলেটিক্সে মাত্র তিনটি পদক এসেছিল। এবার দেশের অ্যাথলিটদের কাছে পদক জয়ের আশা বেশি।(ছবি:টুইটার)