Dance Deewane 3... নাচের জগতে অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। এই শো'র বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত, ধর্মেশ ও তুষার কালিয়া। জানেন এই রিয়ালিটি শো'য়ের বিচারক এবং সঞ্চালকরা পর্ব প্রতি কত টাকা পান?
এই রিয়ালিটি শো'য়ে সব বিচারক ও সঞ্চালকের মধ্যে সবচেয়ে পর্ব প্রতি সবচেয়ে বেশি আয় করেন মাধুরী।
পর্ব প্রতি তাঁর আয় এক থেকে দুই কোটি টাকা
অন্যদিকে সূত্রে খবর ডান্সগুরু ধর্মেশ পর্ব প্রতি আয় করেন ৬ থেকে ৮ লক্ষ টাকা।
সূত্র আরও বলছে তুষারের আয় দাঁড়ায় প্রতি পর্বে ১০ থেকে ১২ লক্ষ টাকা।
অনুষ্ঠানটি জমিয়ে রাখেন সেলেব কাপল ভারতী এবং হর্ষ। সঞ্চালনার দায়িত্ব তাঁদের উপর।
ভারতীর পর্ব প্রতি আয় ৬ থেকে ৭ লক্ষ টাকা। অন্যদিকে হর্ষ পান তিন থেকে চার লক্ষ টাকা