AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

David Warner: ফ্যামিলি ম্যান ডেভিড ওয়ার্নার…

পুরো পৃথিবী ওয়ার্নারের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও হাত ছাড়েননি স্ত্রী। বরং সাহস ভরসা যুগিয়ে গিয়েছেন। ভরসা রেখেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে। আর তাই সত্যি হয়েছে। কেরিয়ারের শততম টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 8:45 AM
Share
কথায় বলে একজন সফল পুরুষের পিছনে নাকি একজন নারীর হাত থাকে। বহু সফল স্পোর্টসম্যানের জীবনই এর জ্বলন্ত উদাহরণ। (ছবি: ইন্সটাগ্রাম)

কথায় বলে একজন সফল পুরুষের পিছনে নাকি একজন নারীর হাত থাকে। বহু সফল স্পোর্টসম্যানের জীবনই এর জ্বলন্ত উদাহরণ। (ছবি: ইন্সটাগ্রাম)

1 / 7
লিওনেল মেসির পাশে সর্বদা দেখা যায় তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া সঙ্গী বলা হয় তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজকে। তেমনই প্রাক্তন অজি ক্যাপ্টেনে ডেভিড ওয়ার্নারের সঙ্গে বিপদে আপদে সবসময় দেখা যায় মিসেস ওয়ার্নারকে। (ছবি: ইন্সটাগ্রাম)

লিওনেল মেসির পাশে সর্বদা দেখা যায় তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া সঙ্গী বলা হয় তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজকে। তেমনই প্রাক্তন অজি ক্যাপ্টেনে ডেভিড ওয়ার্নারের সঙ্গে বিপদে আপদে সবসময় দেখা যায় মিসেস ওয়ার্নারকে। (ছবি: ইন্সটাগ্রাম)

2 / 7
ভালোবেসে বিয়ে করেছিলেন ক্যান্ডিস ওয়ার্নারকে। তাঁদের ভালোবাসা এখনও অমলিন। তাঁদের সোশ্যাল মিডিয়ার দেওয়াল দেখলেই বোঝা যায়। খেলার সময় গ্য়ালারিতে থাকে পরিবার। বাকি সময়ও স্ত্রী সন্তানদের এক মুহূর্ত চোখের আড়াল করেন না এক্স ক্যাপ্টেন। (ছবি: ইন্সটাগ্রাম)

ভালোবেসে বিয়ে করেছিলেন ক্যান্ডিস ওয়ার্নারকে। তাঁদের ভালোবাসা এখনও অমলিন। তাঁদের সোশ্যাল মিডিয়ার দেওয়াল দেখলেই বোঝা যায়। খেলার সময় গ্য়ালারিতে থাকে পরিবার। বাকি সময়ও স্ত্রী সন্তানদের এক মুহূর্ত চোখের আড়াল করেন না এক্স ক্যাপ্টেন। (ছবি: ইন্সটাগ্রাম)

3 / 7
তিন মেয়ে আইভি, ইন্ডি ও ইসলাকে নিয়ে সুখের সংসার তাঁদের। পরিবারই তাঁর মূল শক্তি। তাঁদের মুখের দিকে চেয়েই লড়াই করার শক্তি পান ওয়ার্নার।  (ছবি: ইন্সটাগ্রাম)

তিন মেয়ে আইভি, ইন্ডি ও ইসলাকে নিয়ে সুখের সংসার তাঁদের। পরিবারই তাঁর মূল শক্তি। তাঁদের মুখের দিকে চেয়েই লড়াই করার শক্তি পান ওয়ার্নার। (ছবি: ইন্সটাগ্রাম)

4 / 7
বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অধিনায়কত্ব হারাতে হয়েছিল তাঁকে। সারা দেশের নজরে খলনায়ক। তাঁর পাশে ছিলেন ক্যান্ডিস। কঠিন সময়ে বন্ধুর মতো পাশে থেকেছেন। (ছবি: ইন্সটাগ্রাম)

বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অধিনায়কত্ব হারাতে হয়েছিল তাঁকে। সারা দেশের নজরে খলনায়ক। তাঁর পাশে ছিলেন ক্যান্ডিস। কঠিন সময়ে বন্ধুর মতো পাশে থেকেছেন। (ছবি: ইন্সটাগ্রাম)

5 / 7
পুরো পৃথিবী তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও হাত ছাড়েননি স্ত্রী। বরং সাহস ভরসা যুগিয়ে গিয়েছেন। ভরসা রেখেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে। আর তাই সত্যি হয়েছে। কেরিয়ারের শততম টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন। (ছবি: ইন্সটাগ্রাম)

পুরো পৃথিবী তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও হাত ছাড়েননি স্ত্রী। বরং সাহস ভরসা যুগিয়ে গিয়েছেন। ভরসা রেখেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে। আর তাই সত্যি হয়েছে। কেরিয়ারের শততম টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন। (ছবি: ইন্সটাগ্রাম)

6 / 7
প্রায় প্রত্যেক বাবার কাছেই তাঁর মেয়ে রাজকন্যা। ওয়ার্নারের ক্ষেত্রেও তাই। মেয়ের কপালে চুমু এঁকেই শান্তি খুঁজে নেন তিনি। এক কথায় ওয়ার্নার কিন্তু একেবারের ফ্যামিলি ম্যান। বাইশ গজ থেকে পরিবারের মাঠ, সমান তালে সামলান তিনি। (ছবি: ইন্সটাগ্রাম)

প্রায় প্রত্যেক বাবার কাছেই তাঁর মেয়ে রাজকন্যা। ওয়ার্নারের ক্ষেত্রেও তাই। মেয়ের কপালে চুমু এঁকেই শান্তি খুঁজে নেন তিনি। এক কথায় ওয়ার্নার কিন্তু একেবারের ফ্যামিলি ম্যান। বাইশ গজ থেকে পরিবারের মাঠ, সমান তালে সামলান তিনি। (ছবি: ইন্সটাগ্রাম)

7 / 7