১৯৯৫ সালে আজকের দিনে রোহতকে জন্মগ্রহণ করেছিলেন দীপক হুডা। ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে অফস্পিনও করতে পারেন দীপক। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলার ডাক পান হুডা। এরপর সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস ঘুরে এখন লখনউ সুপারজায়ান্টসে খেলেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ডাক পান হুডা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও ডাক পেয়েছেন।