TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 31, 2022 | 11:55 AM
সম্প্রতি অভিনেত্রী কালো বডিকন ড্রেসে শোরগোল ফেলে দিলেন সোশ্যাল মিডিয়ায়।
আসন্ন ছবি গেহেরাইয়া-র প্রচার নিয়ে ব্যস্ত দীপিকা। প্রচার ইভেন্টগুলিতেও সাহসী পোশাকে ধরা দিচ্ছেন তিনি।
এর আগে কমলা রঙের একটি পোশাকে দীপিকার ছবি যথেষ্ট ভাইরাল হয়েছিল।
সম্প্রতি লাল রঙের এই কাট আউট পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
পোশাকের সঙ্গে মানানসই সাজও সেজেছেন অভিনেত্রী। যদিও, ইন্টারনেটে তাঁর এই পোশাককে কেন্দ্র করে বেশ কিছু ট্রোলও ঘুরে ফিরে বেড়াচ্ছিল। কিন্তু, দীপিকাকে এই সব দিয়ে পর্যুদস্ত করা কখনওই সম্ভব হয়নি।