Pressure Cooker Cooking: কিছু কিছু রান্না আছে যেগুলো প্রেসার কুকারে না করলে খুব সহজেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 31, 2022 | 12:18 PM
আজকের দিনে আমরা সবাই ব্যস্ততার মাঝে প্রেসার কুকারে একটু ভাত ফুটিয়ে আর তরকারি, ডাল করে কাজ চালিয়ে নিয়ে থাকি। কিন্তু, কিছু কিছু রান্না প্রেসার কুকারে না করাই ভাল...
1 / 6
যে কোনও রান্না করতেই অনেকেই প্রেসার কুকারের ব্যবহার করে আসছেন বছরের পর বছর। রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী এই প্রেসার কুকার থেকেই কিন্তু ঘটে যায় বড় বিপদ।
2 / 6
প্রেসার কুকারে 'বিশেষ' কিছু খাবার কোনওমতেই রান্না করবেন না। জেনে নেওয়া জরুরি কোন কোন খাদ্য সামগ্রী প্রেসার কুকারে রান্না করা উচিৎ নয়।
3 / 6
শাক-সবজি ও ফল বেশি রান্না করলে পুষ্টিগুণ একেবারেই থাকে না। এগুলো প্রেসার কুকারে একেবারেই রান্না করা উচিত না। কারণ, প্রেসার কুকার একেবারেই নষ্ট করে ফেলে ভিটামিন, মিনারেল-সহ অন্যান্য পুষ্টি উপাদান।
4 / 6
অনেকেই তাড়াহুড়োর সময় ডিম প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেন। কিন্তু ডিম এভাবে প্রেসারে সেদ্ধ করলে বড় মাপের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
5 / 6
মাছ একটু বেশি রান্না হলে স্বাদ নষ্ট হয়ে যায়। ভেঙে যায়। তাতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই মাছ কখনও প্রেসার কুকারে করা উচিত নয়।
6 / 6
প্রেসার কুকারে দুধ জাতীয় কিছু রান্না একদমই করা উচিত নয়। দুধ একটু গরম হলেই উথলে ওঠে। তাই দুধ দিয়ে কোনও রান্না প্রেসার কুকারে করা ঠিক নয়।