Deepika Padukone: কানের রেড কার্পেটে দীপিকার দাপট! লাল গাউনের ডিজাইনার কে?
Cannes Film Festival 2022: কান চলচ্চিত্র উত্সবে ভারতীয় ঐতিহ্য ছেড়ে এবার পশ্চিমী পোশাকে মোহময়ী হয়ে সকলকে চমক দিলেন বলিউডের অন্য়তম তারকা সুন্দরী দীপিকা পাড়ুকোন। কানের তৃতীয় দিনে রেড কার্পেটে দীপিকার লাল ইশকের ছটায় মুগ্ধ ফ্যাশনপ্রেমী থেকে ভক্তরা।