TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
May 21, 2022 | 12:02 PM
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করলেন অদিতি রায় হায়দারি।
সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি ওরগাঞ্জা শাড়িতে তাঁর আবির্ভাব রেড কার্পেটে।
তিনি একটি মোবাইল সংস্থার প্রতিনিধি হয়ে গিয়েছেন।
অদিতি শাড়ির পাশাপাশি অফিসিয়াল পোশাক লুকেও দিয়েছেন ধরা।
কয়েকদিন আগে তিনি নিজের ইনস্টাতে এই ছবির পোস্ট করেন। মনে হয়েছিল এমন গ্ল্যাম লুকেই বোধহয় প্রথমবার দেখা দেবেন তিনি।
কিন্তু তিনি ট্র্যাডিশনাল সাজই পছন্দ করলেন প্রথমবার কান উৎসবের ক্যামেরায় ধরা দেওয়ার জন্য।