TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 23, 2022 | 11:53 AM
কঙ্গনা-হৃত্বিক- কঙ্গনার সঙ্গে সম্পর্কের জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই দানাবাঁধে নানা তর্ক-বিতর্ক, তবে তাঁদের ঘনিষ্টদৃশ্য একাধিকবার লিক হওয়ার পর তা নিয়ে শুরু হয় চর্চা।
জ্যাকলিন-সুরেশ- জ্যাকলিনের সঙ্গে সুরেশের সম্পর্ক প্রকাশ্যে আসে সুরেশের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই। নানা প্রেমিকার মাঝে রঙিন ছিলেন খোদ জ্যাকলিনও। তখনও সুরেশের সঙ্গে ঘনিষ্ট দৃশ্য হয়েছিল ভাইরাল।
করিনা-শাহিদ- করিনা কাপুর ও শাহিদ সম্পর্কে থাকাকালিন একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন।। লিক হয়েছে বহু এমএমএস।
রাধিকা আপটে- রাধিকার সঙ্গে বহুবার এমন ঘটনা ঘটেছে। কখনও শুটিং সেট থেকে কখনও আবার কাস্টিং কাউচের শিকার হয়ে বারে বারে লিক হয়েছে তাঁর ব্যক্তিগত দৃশ্য।
প্রিয়াঙ্কা চোপড়া- প্রিয়াঙ্কা চোপড়ারও একাধিক ব্যক্তিগত মুহূর্ত বর্তমানে ঘুরে ফিরছে নেট দুনিয়ার পাতায়। যা ঝড়ের গতিতে ভাইরা হতে সময় নেয় না।
ক্যাট-রণবীর- ক্যাটরিনা কইফ ও রণবীর কাপুর গোপনে দিয়েছিলেন সমুদ্র সৈকত ভ্রমণে, সেখান থেকে তাঁদের একাধিন্ত ব্যক্তগত মুহূর্ত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ার পাতায়।