Reema Lagoo: ৩০ বছরেই মায়ের চরিত্র, শয্যাদৃশ্যে অস্বস্তি, শুটিংয়েই হৃদরোগে আক্রান্ত হন ‘বলিউডের মা’
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
May 21, 2022 | 3:01 PM
Reema Lagoo: কুলভূষণ খারবান্দার সঙ্গে শয্যাদৃশ্যে পড়েছেন অস্বস্তির মুখেও। তিনি রিমা লাগু, বলিউডের মা। রিল লাইফের মতো বর্ণময় জীবন কাটিয়েছেন রিয়েল লাইফেও। রইল সেই কাহিনী।
1 / 7
বয়স ছিল মাত্র ৩০ বছর। যে সময়ে চুটিয়ে নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা সে সময়েই তাঁকে দেওয়া হয়েছিল মায়ের চরিত্র। কখনও জুহি চাওলা, আবার কখনও বা বয়সে এক বছরের ছোট সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অনায়াসে। আবার কুলভূষণ খারবান্দার সঙ্গে শয্যাদৃশ্যে পড়েছেন অস্বস্তির মুখেও। তিনি রিমা লাগু, বলিউডের মা। রিল লাইফের মতো বর্ণময় জীবন কাটিয়েছেন রিয়েল লাইফেও। রইল সেই কাহিনী।
2 / 7
আসল নাম নয়ন ভাড়গড়ে। জন্ম হয়েছিল ১৯৫৮ সালের ২১ জুন। মা ছিলেন মরাঠি সিনেমা জগতের চেনা মুখ। রিমার অভিনয়ের হাতেখড়ি থিয়েটারের মাধ্যমে। মরাঠি থিয়েটার জগতে রাতারাতি হয়ে পড়েন জনপ্রিয়। তবে ওই যে এই দেশে থিয়েটার করে পেট চালানো কঠিন। তাই শুরু হয় তাঁর ব্যাঙ্কের চাকরি।
3 / 7
চাকরির পাশাপাশি জীবনে আসে প্রেমও। আলাপ হয় বিবেকের সঙ্গে। বিয়ে করেন ১৯৭৮ সালে। যদিও সন্তান জন্ম নেওয়ার পর সেই বিয়ে সুখের হয়নি। বিচ্ছেদের পথেই হেঁটেছিলেন ওরা দুজন। সে এক অন্য প্রসঙ্গ। ফেরা যাক তাঁর অভিনয় প্রসঙ্গে। সিনেমার কেরিয়ার শুরু হয়েছিল মূলত বিয়ের পরেই। মারাঠি ছবি ‘সিংহাসন’-এ প্রথম ব্রেক। ভাগ্য তাঁর সহায় ছিল।
4 / 7
একবার মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারে লেখক পিএল দেশপাণ্ডের ‘মাই ফেয়ার লেডি’ নাটকে অভিনয় করছিলেন রিমা। আর সে সময় পৃথ্বীর মালিক ছিলেন শশী কাপুর। রীমার দক্ষ অভিনয় চোখ এড়ায়নি তাঁর। ব্যস। ‘কলিযুগ’ ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। সেই ছবিই আবার পরিচালক গোবিন্দ নিহলানির ছবি আক্রোশে কাজ করার সুযোগ করে দেয় তাঁকে।
5 / 7
তবে ওই ছবি দুটিতে মায়ের চরিত্রে দেখা যায়নি তাঁকে। আক্রোশে কুলভূষণ খারবান্দার সঙ্গে এক শয্যাদৃশ্যে অভিনয় করতে হয় রীমাকে। তিনি যে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন সে কথা নিজেই জানিয়েছিলেন বিবিধ সাক্ষাৎকারে। মায়ের চরিত্রে তাঁর প্রথম কাজ ১৯৮৮ সালে। বয়স ৩০। আমির খান তখন কয়ামত সে কয়ামত তক ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন। রিমার কাছে প্রস্তাব যায় জুহি চাওলার মায়ের ভূমিকায় অভিনয়ের।
6 / 7
তিনি রাজি হন। ব্যস, ওই তাঁর বলিউড যাত্রা শুরু, কখনও সলমন খান আবার কখনও 'কাল হো না হো' ছবিতে শাহরুখের মা-- অচিরেই বলিউডের মায়ের ভূমিকায় দেখা যায় তাঁকে। পেয়ে যান খ্যাতি, একই সঙ্গে দর্শকের ভালবাসাও। এক বছরের ছর সঞ্জয় দত্তের মায়ের ভূমিকাতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।
7 / 7
অভিনয় ভালবাসতেন, সেই অভিনয় করতে করতেই চলে যান রিমা। ২০১৭-র ১৭ মে। মহেশ ভট্টের ধারাবাহিক ‘নামকরণ’-এর শুটিং চলছিল। হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। ভর্তি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। আর ওঠেননি। মাত্র ৫৯-এই জীবন স্তব্ধ হয়ে যায় তাঁর। কার্যত 'মাতৃহারা' হয় গোটা বলিউড।