Bangla NewsPhoto gallery Deepika padukone takes on pv sindhu on the badminton court as they burn calories together
Deepika-Sindhu: নৈশভোজের পর এবার ব্যাডমিন্টন কোর্টে দীপিকা-সিন্ধু, আসছে বায়োপিক?
ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু জানিয়েছিলেন, কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হলে সেখানে দীপিকাকেই সিন্ধু রূপে দেখতে চান তিনি। হঠাৎ করেই সেই ইচ্ছেই যেন ফিরে ফিরে আসছে লাইমলাইটে। সৌজন্যে সিন্ধু ও দীপিকার এই হঠাৎ বন্ধুত্বের প্রতিফলন।