Bangla News » Photo gallery » Delhi Capitals Team members playing holi after win against UP Warriorz by 42 runs
WPL 2023, DC: জয়ের পর রং ছড়াল দিল্লি শিবিরে
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Mar 08, 2023 | 2:34 PM
মঙ্গলবার রাতে ইউপি ওয়ারিয়র্সকে ৪২ রানে হারিয়ে চলতি ডব্লিউপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।
Mar 08, 2023 | 2:34 PM
টানা দুটি ম্যাচ জিতে দিল্লি শিবিরের ফুরফুরে মেজাজ ধরা পড়ল ম্যাচের পর। স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা পরিবারের সঙ্গে সময় কাটালেন জেমাইমা রডরিগজ। (ছবি:টুইটার)
1 / 8
মঙ্গলবার ডব্লিউপিএলের ম্যাচ থাকায় রঙের উৎসবে সামিল হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জয়ের পর দিল্লি শিবিরে ছড়াল রং। (ছবি:টুইটার)
2 / 8
শেফালি ভার্মাদের সঙ্গে চুটিয়ে হোলি খেললেন দিল্লির বিদেশি ক্রিকেটাররা। (ছবি:টুইটার)
3 / 8
বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই এই প্রথমবার রঙের উৎসবে সামিল হলেন। (ছবি:টুইটার)
4 / 8
ভারতের 'ফেস্টিভ্যাল অব কালারস'-এ অংশ নিতে পেরে বেজায় খুশি। রং মেখে ক্যামেরায় পোজ দিতে ভুললেন না। (ছবি:টুইটার)
5 / 8
প্রথম ম্য়াচে ২২৩, দ্বিতীয় ম্যাচে ২১১। নিজেদের দু-ম্য়াচেই ২০০-র গণ্ডি পেরোল দিল্লি ক্যাপিটালস। এর পিছনে দিল্লির ব্যাটারদের দাপট ইঙ্গিত দিচ্ছে। (ছবি:টুইটার)
6 / 8
তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা জেস জোনাসন। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। (ছবি:টুইটার)
7 / 8
মেগ ল্যানিংয়ের নেতৃত্বে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় দিল্লি। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি। আরও একটা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। (ছবি:টুইটার)