Dibyendu Barua: শুধু ক্রিকেট-ফুটবলেই কেন ঝোঁক? হাতে-কলমে বাচ্চাদের দাবা শেখাতে চান দিব্যেন্দু বড়ুয়া

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Mar 18, 2023 | 10:46 PM

Dibyendu Barua: খেলাধুলো মানে কি শুধুই ক্রিকেট, বা খুব বড়জোর ফুটবল? না, এমনটা মোটেও মানতে চান না 'গ্র্যান্ডমাস্টার' দিব্যেন্দু বড়ুয়া।

Mar 18, 2023 | 10:46 PM
খেলাধুলো মানে কি শুধুই ক্রিকেট, বা খুব বড়জোর ফুটবল? না, এমনটা মোটেও মানতে চান না 'গ্র্যান্ডমাস্টার' দিব্যেন্দু বড়ুয়া।

খেলাধুলো মানে কি শুধুই ক্রিকেট, বা খুব বড়জোর ফুটবল? না, এমনটা মোটেও মানতে চান না 'গ্র্যান্ডমাস্টার' দিব্যেন্দু বড়ুয়া।

1 / 8
সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে-তে এসে উজার করলেন নিজের মনের কথা।

সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে-তে এসে উজার করলেন নিজের মনের কথা।

2 / 8
হাজির ছিল একঝাঁক কচিকাঁচা। উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মওরিন ফরেস্ট।

হাজির ছিল একঝাঁক কচিকাঁচা। উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মওরিন ফরেস্ট।

3 / 8
আবেগে আপ্লুত দিব্যেন্দু জানালেন, এইসব ছোট্ট বাচ্চাদের মধ্যেই প্রতিভার সন্ধান পাওয়া যাবে। ফুটবল ক্রিকেটের মত দাবা খেলাতে উঠে আসবে অসাধারণ সব দাবাড়ু।

আবেগে আপ্লুত দিব্যেন্দু জানালেন, এইসব ছোট্ট বাচ্চাদের মধ্যেই প্রতিভার সন্ধান পাওয়া যাবে। ফুটবল ক্রিকেটের মত দাবা খেলাতে উঠে আসবে অসাধারণ সব দাবাড়ু।

4 / 8
আশাবাদী দিব্যেন্দু। এইসব ছোট্ট বাচ্চাদের মধ্যেই প্রতিভার সন্ধান পাওয়া যাবে বলেই মত তাঁর।

আশাবাদী দিব্যেন্দু। এইসব ছোট্ট বাচ্চাদের মধ্যেই প্রতিভার সন্ধান পাওয়া যাবে বলেই মত তাঁর।

5 / 8
ভবিষ্যতে নিজেও যুক্ত থেকে এই সব বাচ্চাদের হাতেকলমে শেখাতে চান তিনি। এদের থেকেই এ পৃথিবীকে উপহার দিতে চান আরও বহু 'গ্র্যান্ডমাস্টার'-এর।

ভবিষ্যতে নিজেও যুক্ত থেকে এই সব বাচ্চাদের হাতেকলমে শেখাতে চান তিনি। এদের থেকেই এ পৃথিবীকে উপহার দিতে চান আরও বহু 'গ্র্যান্ডমাস্টার'-এর।

6 / 8
তবে শুধু দিব্যেন্দুই নন, হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে আড়াইশোর বেশি বাচ্চা, নাচ-গান নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে সকলের সামনে।

তবে শুধু দিব্যেন্দুই নন, হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে আড়াইশোর বেশি বাচ্চা, নাচ-গান নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে সকলের সামনে।

7 / 8
হাজির ছিলেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে আগত অতিথিরাও। দেশ সীমার বাইরে গিয়ে আনন্দে মুখোরিত হল অনুষ্ঠান প্রাঙ্গন।

হাজির ছিলেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে আগত অতিথিরাও। দেশ সীমার বাইরে গিয়ে আনন্দে মুখোরিত হল অনুষ্ঠান প্রাঙ্গন।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla