Ear Problem: কেন কান চুলকায় জানেন? একাধিক সমস্যায় এমনটা হয়

Jul 05, 2024 | 4:13 PM

কান চুলকানোর সমস্যা নিয়ে অনেকেই ইএনটি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। বিভিন্ন কারণেই এই সমস্যা হতে পারে। কারও কানের বাইরের অংশে চুলকানি হয়, কারও কানের ভিতরে। আসুন জেনে নিই কোন কোন কারণে চুলকানি হয় কানে।

1 / 8
কান চুলকানোর সমস্যা নিয়ে অনেকেই ইএনটি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। বিভিন্ন কারণেই এই সমস্যা হতে পারে।

কান চুলকানোর সমস্যা নিয়ে অনেকেই ইএনটি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। বিভিন্ন কারণেই এই সমস্যা হতে পারে।

2 / 8
কারও কানের বাইরের অংশে চুলকানি হয়, কারও কানের ভিতরে। আসুন জেনে নিই কোন কোন কারণে চুলকানি হয় কানে।

কারও কানের বাইরের অংশে চুলকানি হয়, কারও কানের ভিতরে। আসুন জেনে নিই কোন কোন কারণে চুলকানি হয় কানে।

3 / 8
কানের যে রাস্তা বাইরে থেকে পর্দা পর্যন্ত চলে গিয়েছে, সেখানে অনেকের চুলকানি হয়। কানের ওই অংশ শুষ্ক হলে চুলাকনি হতে পারে।

কানের যে রাস্তা বাইরে থেকে পর্দা পর্যন্ত চলে গিয়েছে, সেখানে অনেকের চুলকানি হয়। কানের ওই অংশ শুষ্ক হলে চুলাকনি হতে পারে।

4 / 8
কানে খোল জমলে বা স্নানের সময় কানের ওই অংশে জল ঢুকে গেলে চুলকানি হতে পারে। চর্মরোগ হলেও অনেকের কান চুলকায়।

কানে খোল জমলে বা স্নানের সময় কানের ওই অংশে জল ঢুকে গেলে চুলকানি হতে পারে। চর্মরোগ হলেও অনেকের কান চুলকায়।

5 / 8
কানের পর্দায় যদি কোনও সমস্যা হয়, তাহলেও সারাদিন কান সুড়সুড় বা চুলকানোর সমস্যা হতে পারে।

কানের পর্দায় যদি কোনও সমস্যা হয়, তাহলেও সারাদিন কান সুড়সুড় বা চুলকানোর সমস্যা হতে পারে।

6 / 8
কানের পর্দায় যদি কারও ছিদ্র থাকে বা কানের পর্দায় যদি কোনও সংক্রমণ হয়, তাহলেও কান চুলকায়।

কানের পর্দায় যদি কারও ছিদ্র থাকে বা কানের পর্দায় যদি কোনও সংক্রমণ হয়, তাহলেও কান চুলকায়।

7 / 8
কানে অনেকেই ইয়ারবাড, পাখির পালক, পেন-পেন্সিল দিয়ে খোঁচায়। এই সব থেকে সংক্রমণ হয়েও কান চুলকাতে পারে।

কানে অনেকেই ইয়ারবাড, পাখির পালক, পেন-পেন্সিল দিয়ে খোঁচায়। এই সব থেকে সংক্রমণ হয়েও কান চুলকাতে পারে।

8 / 8
তবে কানের চুলকানি যদি বেশি মাত্রায় হয়। বা কানের কোনও অংশ লালচে হয়ে ওঠে, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

তবে কানের চুলকানি যদি বেশি মাত্রায় হয়। বা কানের কোনও অংশ লালচে হয়ে ওঠে, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Next Photo Gallery