Smartphones in Toilet: টয়লেটে আপনার স্মার্টফোন নিয়ে যান তো? জেনে নিন কী কী শারীরিক সমস্যা হতে পারে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 12, 2022 | 2:20 PM

আজকের দিনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। একে ছাড়া আমরা এখন কোথাও যেতে পারি না। তবে কিছু কিছু জায়গায় একে নিয়ে গেলে শারীরিক সমস্যা হতে পারে...

1 / 6
মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। বলতে গেলে এখন অনেকেই টয়লেটে মোবাইল নিয়ে যান। কিন্তু টয়লেটে মোবাইল ব্যবহার করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। বলতে গেলে এখন অনেকেই টয়লেটে মোবাইল নিয়ে যান। কিন্তু টয়লেটে মোবাইল ব্যবহার করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

2 / 6
টয়লেটে ই.কোলাই, সালমোনেল্লা, সি ডিফিসাইলের মতো জীবাণুর অবাধ যাতায়াত। তাই মোবাইল বাথরুমে নিয়ে যাওয়া মানে মোবাইলে এই সমস্ত ব্যাকটেরিয়ার সংক্রমণ।

টয়লেটে ই.কোলাই, সালমোনেল্লা, সি ডিফিসাইলের মতো জীবাণুর অবাধ যাতায়াত। তাই মোবাইল বাথরুমে নিয়ে যাওয়া মানে মোবাইলে এই সমস্ত ব্যাকটেরিয়ার সংক্রমণ।

3 / 6
আপনি যখন ফ্লাস টিপছেন, টয়লেটের দরজা ধরছেন, কল ব্যবহার করেছন, সেই জায়গায় লেগে থাকতে পারে এই জীবাণু। তারপর আপনি মোবাইলে হাত দিলে সেই জীবাণু মোবাইলে চলে আসে।

আপনি যখন ফ্লাস টিপছেন, টয়লেটের দরজা ধরছেন, কল ব্যবহার করেছন, সেই জায়গায় লেগে থাকতে পারে এই জীবাণু। তারপর আপনি মোবাইলে হাত দিলে সেই জীবাণু মোবাইলে চলে আসে।

4 / 6
ভিজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, পাশাপাশি ক্রমাগত মোবাইল ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে।

ভিজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, পাশাপাশি ক্রমাগত মোবাইল ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে।

5 / 6
এই তাপমাত্রাও ব্যাকটেরিয়াদের সাহায্য করে দ্রুত বংশবৃদ্ধি করতে। তাই টয়লেটের যেখানে-সেখানে মোবাইল রাখা মানেই তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ।

এই তাপমাত্রাও ব্যাকটেরিয়াদের সাহায্য করে দ্রুত বংশবৃদ্ধি করতে। তাই টয়লেটের যেখানে-সেখানে মোবাইল রাখা মানেই তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ।

6 / 6
টয়লেটের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ানক ব্যাকটিরিয়া, যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ।

টয়লেটের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ানক ব্যাকটিরিয়া, যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ।

Next Photo Gallery