Saturday Totke: শনিবার শনিবার এই একটি কাজ করলে ব্যাঙ্ক ব্যালেন্স হবে দ্বিগুণ! গ্রহরাজের দয়ায় কানায় কানায় পূর্ণ হবে সব স্বপ্ন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Feb 04, 2023 | 11:13 AM

Astro remedies: প্রতি শনিবার শনিদেবের পুজো করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে। এমনও বিশ্বাস করা হয় যে শনিবার কিছু জিনিস দান করলে শনিদেব প্রসন্ন হন।

Feb 04, 2023 | 11:13 AM
শনিদেব হনুমানজিকে নিজের প্রিয় ও কাছের মনে করেন, তাই হনুমানের পুজো করলে তিনি সেই ভক্তের কোনও ক্ষতি করেন না। সেই কারণেই শনিবার বজরঙ্গবলীর পূজা করাকেও শাস্ত্রে অত্যন্ত গুরুত্বের কথা বলা হয়েছে।

শনিদেব হনুমানজিকে নিজের প্রিয় ও কাছের মনে করেন, তাই হনুমানের পুজো করলে তিনি সেই ভক্তের কোনও ক্ষতি করেন না। সেই কারণেই শনিবার বজরঙ্গবলীর পূজা করাকেও শাস্ত্রে অত্যন্ত গুরুত্বের কথা বলা হয়েছে।

1 / 8
শনিবার শনিকে প্রিয় জিনিস দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে শনিদেবের মন্ত্র জপ করলে গ্রহরাজ ভীষণ খুশি হোন। কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে দেন না। কালো ছাতা, কালো জুতা, কালো তিল, কালো উড়দ ডাল ও কালো কাপড় শনিবার দান করলে ভাল।

শনিবার শনিকে প্রিয় জিনিস দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে শনিদেবের মন্ত্র জপ করলে গ্রহরাজ ভীষণ খুশি হোন। কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে দেন না। কালো ছাতা, কালো জুতা, কালো তিল, কালো উড়দ ডাল ও কালো কাপড় শনিবার দান করলে ভাল।

2 / 8
ধ্যান করুন প্রতি শনিবার। এদিন মনকে একাগ্র করে প্রদোষকালে শনিবার ১১ বার শনি স্রোত পাঠ করা উচিত। এতে করে মন যেখানে শান্তি ও স্বস্তি পায়, সেখানে শনিদেবও আপনার পূজায় প্রসন্ন হয়ে জীবনকে সুখে ভরিয়ে তোলেন। এছাড়া শনিদোষ থেকেও মুক্তি পান।

ধ্যান করুন প্রতি শনিবার। এদিন মনকে একাগ্র করে প্রদোষকালে শনিবার ১১ বার শনি স্রোত পাঠ করা উচিত। এতে করে মন যেখানে শান্তি ও স্বস্তি পায়, সেখানে শনিদেবও আপনার পূজায় প্রসন্ন হয়ে জীবনকে সুখে ভরিয়ে তোলেন। এছাড়া শনিদোষ থেকেও মুক্তি পান।

3 / 8
ধর্মীয় বিশ্বাস অনুসারে, শনিদেব বিশেষ করে সরষের তেল পছন্দ করেন। শনিবার মন্দিরে সরষের তেল মাখানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একটি লোহার পাত্রে সরষের তেল ভরে অভাবীকে দান করুন। তেল কমপক্ষে ২৫০ গ্রাম হওয়া উচিত।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, শনিদেব বিশেষ করে সরষের তেল পছন্দ করেন। শনিবার মন্দিরে সরষের তেল মাখানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একটি লোহার পাত্রে সরষের তেল ভরে অভাবীকে দান করুন। তেল কমপক্ষে ২৫০ গ্রাম হওয়া উচিত।

4 / 8
শনিবার লোহা দান করাও সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলও খুব ভালো কাজে দেয়। শনিবার শনি মন্দিরে লোহার ত্রিশূল দান করুন অথবা ভগবান শিবের মন্দিরে লোহার ত্রিশূলও দান করতে পারেন। ভগবান শনি ভগবান শিবকে তাঁর গুরু হিসাবে বিবেচনা করেন, তাই ভগবান শিবের মন্দিরে করা দান আপনাকে ভগবান শনির আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তুলতে পারে।

শনিবার লোহা দান করাও সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলও খুব ভালো কাজে দেয়। শনিবার শনি মন্দিরে লোহার ত্রিশূল দান করুন অথবা ভগবান শিবের মন্দিরে লোহার ত্রিশূলও দান করতে পারেন। ভগবান শনি ভগবান শিবকে তাঁর গুরু হিসাবে বিবেচনা করেন, তাই ভগবান শিবের মন্দিরে করা দান আপনাকে ভগবান শনির আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তুলতে পারে।

5 / 8
শনিবার বিউলির ডাল থেকে খিচুড়ি তৈরি করে শনি মন্দিরে নিয়ে যান। শনিদেবকে অন্নপ্রদান করুন, ভিক্ষুকদের খিচড়ি খাওয়ান। অন্তত ১১টি  শনিবার এই প্রতিকার করুন। এতে শনিদেবের বিশেষ আশীর্বাদ প্রদান করেন ও শনিদোষের অশুভ প্রভাব দূর হয়।

শনিবার বিউলির ডাল থেকে খিচুড়ি তৈরি করে শনি মন্দিরে নিয়ে যান। শনিদেবকে অন্নপ্রদান করুন, ভিক্ষুকদের খিচড়ি খাওয়ান। অন্তত ১১টি শনিবার এই প্রতিকার করুন। এতে শনিদেবের বিশেষ আশীর্বাদ প্রদান করেন ও শনিদোষের অশুভ প্রভাব দূর হয়।

6 / 8
শনিবার শনি পুজোর জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। শনিদেবের যেকোনও একটি মন্ত্র ২৩০০বার জপ করুন। ॐ- এই মন্ত্রের একটি সংকল্পও নিতে পারেন। পুজোর ঘরে সরষের তেলের প্রদীপ জ্বালান, ভগবান শনিকে স্মরণ করুন।

শনিবার শনি পুজোর জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। শনিদেবের যেকোনও একটি মন্ত্র ২৩০০বার জপ করুন। ॐ- এই মন্ত্রের একটি সংকল্পও নিতে পারেন। পুজোর ঘরে সরষের তেলের প্রদীপ জ্বালান, ভগবান শনিকে স্মরণ করুন।

7 / 8
প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন, তুলসীর মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন। শনির অবস্থা যাই হোক না কেন, শনি আপনাকে কষ্ট দেবেন না,উল্টে আপনার প্রতি সদয় হবেন। এছাড়া এতে ভৌতিক বাধা দূর হয় এবং অশুভ দৃষ্টিও রক্ষা হয়।

প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন, তুলসীর মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন। শনির অবস্থা যাই হোক না কেন, শনি আপনাকে কষ্ট দেবেন না,উল্টে আপনার প্রতি সদয় হবেন। এছাড়া এতে ভৌতিক বাধা দূর হয় এবং অশুভ দৃষ্টিও রক্ষা হয়।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla