TV9 Bangla Digital | Edited By: megha
Apr 01, 2023 | 11:33 AM
ডায়াবেটিসকে 'নীরব ঘাতক' বলা হয়। কারণ এর কোনও স্থায়ী চিকিৎসা নেই। তার থেকে বড় বিষয় হল, এই রোগে আক্রান্ত হলে ধীরে ধীরে অকেজ হতে থাকে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ। কিডনি, লিভার, চোখ, পা ইত্যাদির উপর প্রভাব ফেলে ডায়াবেটিস। তাই এই রোগের উপসর্গগুলো আগে থেকে চিনে রাখা দরকার।
ডায়াবেটিস হল এমন একটি রোগ, যেখানে শরীরে ইনসুলিন হরমোনের উৎপাদন ও কার্যকারিতা কমে যায়। যার জেরে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আর এখান থেকে নানা রোগের উৎপত্তি ঘটে। তবে, ডায়াবেটিসের লক্ষণগুলো আগে থেকে চিনে রাখলে সহজেই রোগ নির্ণয় করা যায় এবং সুস্থ থাকা যায়।
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গেলে তার লক্ষণও প্রকাশ পায় শরীরে। হঠাৎ করে ওজন বেড়ে যায় কিংবা কমে যায়। শরীরে ক্লান্তি তৈরি হয়। কোনও কাজ করার ক্ষমতা পাওয়া যায়। এই ধরনের লক্ষণগুলো ভুলেও এড়িয়ে যাবেন না।
ডায়াবেটিসে আক্রান্ত হলে ঘন ঘন প্রস্রাব হয়। এমনকী জল তেষ্টাও বেড়ে যায়। সাধারণ শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে যায়। এগুলো ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ। এগুলো এড়িয়ে গেলেই ডায়াবেটিস ধীরে ধীরে আপনার শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে।
ডায়াবেটিসে আক্রান্ত হলে তার কিছু লক্ষণ ত্বকের উপর প্রকাশ পায়। ত্বকে হলুদ বা লাল দাগ দেখা দেয়। ডাক্তারি ভাষায় একে বলে নেক্রোবায়োসিস লিপোয়েডিকা। ত্বকে ব্রণর মতো ছোট ছোট দানা দেখা দেয়। এগুলো পরে দাগের আকার নেয়। এগুলো হলুদ বা লালচে হতে পারে।
ডায়াবেটিসে আক্রান্ত হলে ঘাড়, বগল, কুঁচকি এবং শরীরের অন্যান্য অংশে কালো ছোপ দেখা দেয়। রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে গেলে এই ধরনের উপসর্গ দেখা দেয়। এটা প্রিডায়াবেটিসের লক্ষণ। ডাক্তারি ভাষায় একে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিক্যানস। এই ধরনের উপসর্গ এড়িয়ে যাবেন না।
অনিদ্রা ডায়াবেটিসের অন্যতম লক্ষণ। রাতে ঠিকমতো ঘুম না হওয়া, গভীর রাত পর্যন্ত জেগে থাকা শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে। একইভাবে, অতিরিক্ত মানসিক চিন্তার কারণে আপনার রক্তে সুগার লেভেল বেড়ে যেতে পারে।
ডায়াবেটিসে আক্রান্ত হলে ক্ষত দ্রুত সারতে চায় না। আর যদি পায়ে কোনও ক্ষত হয় বা আঘাত পান, সেখান থেকে ক্ষত আরও বেড়ে যায়। ডায়াবেটিসে আক্রান্ত হলে ক্ষত নিরাময় করা কঠিন হয়ে পড়ে। তাই ধরনের কোনও উপসর্গ দেখা দিলে, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।