কেশর ও হলুদ, দুটো জিনিসই রান্নার কাজে লাগে। শুধু স্বাদ বৃদ্ধিতে ও খাবারকে আকর্ষণীয় করে তুলতেই নয়, এর সঙ্গে জ্যোতিষশাস্ত্রেরও গভীর সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্রে, উভয় জিনিসই সুখ, সমৃদ্ধি এবং অগ্রগতির বৃদ্ধির কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বৈদিক জ্যোতিষশাস্ত্রে, কেশরকে ধনলক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
জ্যোতিষ ও বাস্তু অনুযায়ী, বৃহস্পতিকে সৌভাগ্য, জ্ঞান, কর্মজীবন, সমৃদ্ধি ইত্যাদির কারক বলে মনে করা হয়। জীবনে টাকা-পয়সা বা কেরিয়ার সংক্রান্ত কোনও সমস্যা হলে কেশর ও হলুদ যে কারোর কাছে খুবই কার্যকরী।
সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি: জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, শুক্রবার আচার-অনুষ্ঠান সহকারে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। একটি রৌপ্য মুদ্রায় কিছু হলুদ মাখিয়ে তাঁর কাছে রাখুন। এরপর একটি লাল কাপড়ে কয়েনটি বেঁধে লকার বা আলমারিতে রাখুন। এমনটা করলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়।
যে কোনও মাসের অষ্টমী তিথিতে ব্রাহ্মমুহুর্তে উঠে স্নান ও ধ্যান করে পরিষ্কার কাপড় পরিধান করে পূর্ব দিকে বসুন। বাড়ির লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে নিয়ম-কানুন মেনে পুজো করুন। একটি হলুদের একটি পিণ্ড নিবেদন করুন ধনলক্ষ্মীকে। লক্ষ্মীর পাশাপাশি কালো হলুদের গিঁটও পুজো করুন। এই পিণ্ড আলমারি এবং মানিব্যাগে রাখুন। তাতে অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা দূর হয় ও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তৈরি হয়।
কেশরের তিলক পরলে কী হতে পারে? প্রতি বৃহস্পতিবার কেশরের তিলক লাগালে খুবই উপকারী পেতে পারেন। বিশ্বাস করা হয় যে কেশরের তিলক পরলে শরীরের সৌন্দর্য বাড়ে। আকর্ষণও বাড়ে। এছাড়া সম্পদ অর্জন হয় ও চারপাশে পজিটিভ এনার্জি বজায় থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, কেশরের তিলক মহাদেব,বিষ্ণু, গণেশ এবং লক্ষ্মীর খুব প্রিয়। পাশাপাশি রাতে দুধের সঙ্গে কেশরের দুই কুঁড়ি মিশিয়ে পান করলে শরীর থাকে ভাল। মন থাকে শান্তি, দীর্ঘায়ু ও সাহস বৃদ্ধি পায়।
বাস্তুদোষ দূর হয়: প্রতিদিন বাড়ির প্রধান দরজায় জল-হলুদ ছিটিয়ে দিলে বাস্তুদোষ দূর হয়।। এমনটা করলে ধনলক্ষ্মী নাকি ঘরে প্রবেশ করেন ও ধনলক্ষ্মীর বাস হয় সেই গৃহে। পাশাপাশি গৃহে নেতিবাচক শক্তিও দূর করতে সাহায্য করে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা বজায় থাকে।
বৃহস্পতিবার কাউকে হলুদ দেবেন না: আপনি যদি হলুদ কিনতে চান তবে বৃহস্পতিবার কেনা শুভ। তবে জ্যোতিষমতে, এই দিনে কাউকে হলুদ দেওয়া ভাল বলে মনে করা হয় না। বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়িতে হলুদ আনলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। অন্যদিকে হলুদ দিলে বৃহস্পতির প্রভাব কমে, যার ফলে ধন-সম্পদও কমে।
শিবলিঙ্গের অভিষেক: হিন্দু ধর্ম মতে, বৃহস্পতিবার দুধে কেশর বা হলুদ মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে হয়। কেশর বা হলুদ দিয়ে অভিষেক করলে জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি পায় ও লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়।