TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 16, 2021 | 9:53 AM
মাছ: মাছের মধ্যে উপস্থিত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণে বাধা দেয়। এর পাশাপাশি ত্বকের গুণমান বাড়িয়ে তুলতেও বিশেষ সাহায্য করে।
শসা: বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ধারণকারী শসা আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে পারে। শসার কুলিং এফেক্ট ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করতে পারে।
নারকেলের জল: নারকেলের জলে ভিটামিন সি রয়েছে। এটা ত্বক থেকে অতিরিক্ত তেল বের করে দিতে পারে। এছাড়াও ব্রণ রোধ করতেও সাহায্য করতে পারে।
কমলালেবু: কমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা ডিটক্সিফাইংয়ের ক্ষেত্রে মারাত্মক উপাদায়ি। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।
সবুজ শাকসবজি: ব্রকলি, বাঁধাকপি এবং পালং শাক সহ সবুজ শাকসবজি আমাদের ত্বক থেকে তেল পরিষ্কার করতে পারে। এভাবেই ব্রণ শুরু হওয়া থেকে ত্বককে রোধ করতে পারে।
মুসুর ডাল: প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হওয়ায়, মুসুর ডাল আমাদের ত্বকের ভেতর থেকে তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে।