Barcelona: লেওয়ানডস্কির জোড়া গোলে জিতল বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের ধাক্কা। ঘরোয়া লিগে ঘুরে দাঁড়াল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লা লিগায় (La Liga) এলচেকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ম্যাচের বেশিরভাগ সময়ই ১০ জনে খেলে বার্সার প্রতিপক্ষ এলচে।

| Edited By: | Updated on: Sep 18, 2022 | 6:30 AM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ০-২ গোলে হেরেছিল বার্সেলোনা। প্রাক্তন দলের বিরুদ্ধে নিষ্প্রভ দেখিয়েছে বার্সার নতুন তারকা রবার্ট লেওয়ানডস্কিকে (Robert Lewandowski)। (ছবি: টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ০-২ গোলে হেরেছিল বার্সেলোনা। প্রাক্তন দলের বিরুদ্ধে নিষ্প্রভ দেখিয়েছে বার্সার নতুন তারকা রবার্ট লেওয়ানডস্কিকে (Robert Lewandowski)। (ছবি: টুইটার)

1 / 5
এই মরসুমেই বায়ার্ন থেকে বার্সেলোনায় (Barcelona) সই করেছেন লেওয়ানডস্কি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করতে না পারায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল। (ছবি: টুইটার)

এই মরসুমেই বায়ার্ন থেকে বার্সেলোনায় (Barcelona) সই করেছেন লেওয়ানডস্কি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করতে না পারায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল। (ছবি: টুইটার)

2 / 5
গত ম্যাচের হার ভুলে এলচেকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি। আর একটি গোল মেম্ফিস ডিপের (Memphis Depay)। (ছবি: টুইটার)

গত ম্যাচের হার ভুলে এলচেকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি। আর একটি গোল মেম্ফিস ডিপের (Memphis Depay)। (ছবি: টুইটার)

3 / 5
ম্যাচ শুরুর মাত্র ১৪ মিনিটেই লাল কার্ড দেখেন এলচের গঞ্জালো ভের্দু। ১০ জনের এলচের (Elche) পক্ষে বার্সেলোনার মতো শক্তিশালী দলকে আটকানো কঠিন। তারা পারেওনি। (ছবি: টুইটার)

ম্যাচ শুরুর মাত্র ১৪ মিনিটেই লাল কার্ড দেখেন এলচের গঞ্জালো ভের্দু। ১০ জনের এলচের (Elche) পক্ষে বার্সেলোনার মতো শক্তিশালী দলকে আটকানো কঠিন। তারা পারেওনি। (ছবি: টুইটার)

4 / 5
লা লিগার পয়েন্ট টেবলে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও বার্সেলোনা ১ ম্যাচ বেশি খেলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের পর এই ম্যাচে জয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেল বার্সেলোনা। (ছবি: টুইটার)

লা লিগার পয়েন্ট টেবলে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও বার্সেলোনা ১ ম্যাচ বেশি খেলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের পর এই ম্যাচে জয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেল বার্সেলোনা। (ছবি: টুইটার)

5 / 5
Follow Us: