Valentine Week 2024: সম্পর্ক টিকিয়ে রাখতে এই ৫ উপহার ভুলেও দেবেন না! দিলেই চুরমার হবে কাঁচের মত
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 09, 2024 | 3:10 PM
ফেব্রুয়ারি মানেই প্রেমের ছোঁয়া। শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, প্রোপোজ ডে-এর পর আজ হল চকোলেট ডে। তাই চকোলেট লাভারদের তো বটেই, প্রেমিক-প্রেমিকাদের জন্যও দারুণ একটা দিন। ভ্যালেন্টাইন্স ডে শুধু যে তরুণ-তরুণীদের জন্য, তা কিন্তু একেবারেই নয়। সব বয়সের মানুষই প্রেমের সপ্তাহজুড়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন। গ্রহণও করতে পারেন। আর ভ্যালেন্টাইন্স ডে-তে দারুণভাবে উপভোগ করার চেষ্টা করেন।
1 / 8
সঙ্গীকে খুশি করতে সকলেই চান, নয়া উপায়ে ইমপ্রেস করতে। প্রতিবছরই এই বিশেষ দিনটি পালিত হলেও, প্রতিবছরেই চাই চমক। অনেকে আবার পার্টনারকে সারপ্রাইজ দিতে নানা আয়োজন করে থাকেন। অনেকে শুধু উপহার দিলেই খুশি থাকেন প্রিয়জনরা। কিন্তু উপহার দেওয়ার জন্যই যা খুশি উপহার দেওয়া যায় না। বাস্তু অনুসারে রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা।
2 / 8
প্রিয়জনকে উপহার দিলেই সম্পর্কের মধ্যে তিক্ততা, নেগেটিভিটি, সন্দেহ কেটে যায় বলে মনে করা হয়। চকোলেট ডে-র দিন একে অপরকে চকোলেট উপহার হিসেবে দেওয়ার অর্থই হল, প্রেমের সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করে। বাস্তুশাস্ত্র অনুসারে, নিজের প্রিয়জনকে এমন জিনিস দেবেন না যা থেকে সম্পর্কের মধ্যে চিড় না ধরে।
3 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে, এমন অনেক জিনিস রয়েছে যা প্রেমকে বাড়ানোর পরিবর্তে ভেঙে দিতে সাহায্য করে। তাই বিশেষ দিনে এই ৫ জিনিস কখনও উপহার হিসেবে দেবেন না। কোন কোন জিনিস থেকে শতহস্ত দূরে থাকবেন, তা জেনে নিন এখানে...
4 / 8
ভালবাসা দিবসে সঙ্গীকে ঘড়ি দেওয়া এড়িয়ে চলা উচিত। এর কারণ হল ঘড়ি উপহার দিলে কেরিয়ার, ব্যবসা, চাকরিতে কোনও উন্নতি হয় না। সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়।
5 / 8
অনেকেই কালো পোশাক পরতে খুব পছন্দ করেন। পছন্দের কারণে অনেকেই উপহার হিসেবে কালো পোশাক বা শাড়ি দিয়ে থাকেন। হিন্দু ধর্মে কালো পোশাককে অশুভ মনে করা হয়। বলা হয়ে থাকে কালো কাপড় উপহার হিসেবে দিলে জীবনে অনেক সমস্যা হতে পারে।
6 / 8
অনেকেই সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসগুলি তাদের সঙ্গীদের উপহার হিসেবে দিতে পছন্দ করেন। রুমাল হল অন্যতম। মনে করা হয়, উপহার হিসেবে একটি রুমাল দেওয়া সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হতে পারে।
7 / 8
পারফিউম অনেকে শখে কেনেন, আবার অনেকে শরীরের দুর্গন্ধ কাটাতে ব্যবহার করে থাকেন। কিন্তু উপহার হিসেবে দেওয়া পারফিউম অনেক সমস্যার কারণ হতে পারে। একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়।
8 / 8
প্রেম দিবসে, অনেকেই সঙ্গীকে ট্রেন্ডি হিলস ও জুতো উপহার দিতে পছন্দ করেন। বাস্তুশাস্ত্র অনুসারে, জুতো বা হিলস নেতিবাচক শক্তি তৈরি করে, যার জেরে সম্পর্কের মধ্যে অশান্তি-ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে।