Most Dangerous Road: রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা কোনগুলি, জেনে রাখুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 15, 2021 | 5:31 PM

আপনার যদি ড্রাইভিংয়ের প্রতি আলাদা নেশা থাকে, তাহলে বিশ্বের ভয়ংকর ও বিপজ্জনক রাস্তাগুলি চিনে রাখা ভাল। অত্যন্ত দক্ষতা, বাস্তব বুদ্ধিসম্পন্ন এক অভিজ্ঞ গাড়ি চালক বা বাইকচালকরাই এই বিপজ্জনক রাস্তাগুলি পার করতে সক্ষম হয়েছেন। বিশ্বের অত্যন্ত বিপজ্জনক রাস্তা দিয়ে রোমাঞ্চকর অনুভূতি পেতে কোথায় কোথায় যাবেন, তা দেখে নিন...

1 / 6
ভারতের কিলার থেকে পাঙ্গি রোডের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে অনেকেই এই রাস্তায় একবার যেতে যান পর্যটকরা। দুর্গম পাহাড়ি রাস্তা, একধারে গভীর খাদ ও পাথুরে রাস্তা। একবার এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত।

ভারতের কিলার থেকে পাঙ্গি রোডের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে অনেকেই এই রাস্তায় একবার যেতে যান পর্যটকরা। দুর্গম পাহাড়ি রাস্তা, একধারে গভীর খাদ ও পাথুরে রাস্তা। একবার এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত।

2 / 6
ভারতেও রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম ও ভয়ংকর রাস্তা। এখানে ৯ কিমি দূরত্বের জোজি লা পাস অতিক্রম করতে অভিজ্ঞ চালকদেরও হাত কাঁপে। এই রাস্তায় কখন কোন পথে ভূমিধস নামবে, কোন বাঁকে মৃত্য লুকিয়ে রয়েছে, তার আগাম কোনও পূর্বাভাস থাকে না।

ভারতেও রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম ও ভয়ংকর রাস্তা। এখানে ৯ কিমি দূরত্বের জোজি লা পাস অতিক্রম করতে অভিজ্ঞ চালকদেরও হাত কাঁপে। এই রাস্তায় কখন কোন পথে ভূমিধস নামবে, কোন বাঁকে মৃত্য লুকিয়ে রয়েছে, তার আগাম কোনও পূর্বাভাস থাকে না।

3 / 6
স্কিপারস ক্য়ানিয়ন হল বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি পাহাড়ি রাস্তা। নিউ জিল্যান্ডের এই রাস্তাটি তৈরি হয়েথিল ১৯  শতাব্দীতে।

স্কিপারস ক্য়ানিয়ন হল বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি পাহাড়ি রাস্তা। নিউ জিল্যান্ডের এই রাস্তাটি তৈরি হয়েথিল ১৯ শতাব্দীতে।

4 / 6
প্রায় ৩৯০০ মিটার উচ্চতার অ্যানদেন মাউন্টেনের বুকে একটি রাস্তা চিলি  ও আর্জেন্টিনাকে সংযুক্ত করেছে। আর সেই রাস্তা দেখলেই অনেকের পিলে চমকে যায়। জটিল প্যাঁচে এই রাস্তাটি কখনও সরলরেখায় তৈরি হয়নি।

প্রায় ৩৯০০ মিটার উচ্চতার অ্যানদেন মাউন্টেনের বুকে একটি রাস্তা চিলি ও আর্জেন্টিনাকে সংযুক্ত করেছে। আর সেই রাস্তা দেখলেই অনেকের পিলে চমকে যায়। জটিল প্যাঁচে এই রাস্তাটি কখনও সরলরেখায় তৈরি হয়নি।

5 / 6
এই রোমাঞ্চকর রাস্তাটিতে মোট ৯৯টি মৃত্যুফাঁদ দেওয়া বাঁক রয়েছে। পাহাড়ের বুকে এমন রাস্তাটি চিনেক তিয়ানমেন মাউন্টেন ন্যাশানাল পার্কে অবস্থিত। রাস্তাটি এতটাই ভয়ংকর যে এর নাম রাখা হয়েছে ৯৯ বেন্ড রোড!

এই রোমাঞ্চকর রাস্তাটিতে মোট ৯৯টি মৃত্যুফাঁদ দেওয়া বাঁক রয়েছে। পাহাড়ের বুকে এমন রাস্তাটি চিনেক তিয়ানমেন মাউন্টেন ন্যাশানাল পার্কে অবস্থিত। রাস্তাটি এতটাই ভয়ংকর যে এর নাম রাখা হয়েছে ৯৯ বেন্ড রোড!

6 / 6
বলভিয়ার অত্যন্ত বিপজ্জনক নর্থ ইয়াংগাস রোডটি স্থানীয়দের কাছে মৃত্যুর রাস্তা বলে পরিচিত। রাস্তার বাঁকে বাঁকে রয়েছে মৃত্যুফাঁদ। রাস্তার একধারে ৩০০০ ফুট গভীর খাদ ও আমাজনের ঘন জঙ্গল। ১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত এই রাস্তায় প্রায় ৩০০জনের মৃত্যু হয়েছে।

বলভিয়ার অত্যন্ত বিপজ্জনক নর্থ ইয়াংগাস রোডটি স্থানীয়দের কাছে মৃত্যুর রাস্তা বলে পরিচিত। রাস্তার বাঁকে বাঁকে রয়েছে মৃত্যুফাঁদ। রাস্তার একধারে ৩০০০ ফুট গভীর খাদ ও আমাজনের ঘন জঙ্গল। ১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত এই রাস্তায় প্রায় ৩০০জনের মৃত্যু হয়েছে।

Next Photo Gallery
Indian Food: শুধু ভারতে নয়, পৃথিবী বিখ্যাত ভারতের এই খাবার গুলি!
Children: এই বছর প্রথম শপিংমলে ওদের পুজোর শপিং! পাশে পরশ