Children: এই বছর প্রথম শপিংমলে ওদের পুজোর শপিং! পাশে পরশ
শহরের মধ্যে থেকেও সভ্য সমাজ থেকে অনেকটা দূরেই বাস করে ওরা। প্রত্যেক বছর পুজোয় যে সব সময় ওরা নতুন জামা পায়, তাও হয়তো নয়। শপিং মলে যাওয়া তো অনেক দূরের বিষয়। কিন্তু এই বছর ওদের মুখে হাসি ফোটাল পরশ।