SA20, DSG vs PR: দক্ষিণ আফ্রিকার সুপার জায়ান্টসকে জেতালেন ডি কক, ক্লাসেনরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 16, 2023 | 12:44 AM

জোরকদমে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ। ছয়টি দলই ছয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন। রবিবার ছিল ডারবান সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালের মধ্যে ম্যাচ।

1 / 8
পার্ল রয়্যালের বিরুদ্ধে ২৭ রানে ম্যাচ জিতে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে রয়্যালদের দুশোর উপরে টার্গেট দেয় সুপার জায়ান্টস। যে লক্ষ্যে পৌঁছতে পারেননি ইয়ন মরগ্যানরা। (ছবি:টুইটার)

পার্ল রয়্যালের বিরুদ্ধে ২৭ রানে ম্যাচ জিতে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে রয়্যালদের দুশোর উপরে টার্গেট দেয় সুপার জায়ান্টস। যে লক্ষ্যে পৌঁছতে পারেননি ইয়ন মরগ্যানরা। (ছবি:টুইটার)

2 / 8
২১৭ রান তাড়া করতে নেমে পার্ল রয়্যাল আট উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। ইয়ন মর্গ্যানের ৩৭ বলে ৬৪ রানও জয় এনে দিতে পারেনি।(ছবি:টুইটার)

২১৭ রান তাড়া করতে নেমে পার্ল রয়্যাল আট উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। ইয়ন মর্গ্যানের ৩৭ বলে ৬৪ রানও জয় এনে দিতে পারেনি।(ছবি:টুইটার)

3 / 8
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ডিএসজি। ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৬ রান তোলে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দক্ষিণ আফ্রিকার দলটি। পাওয়ার প্লেতে কাইল মেয়ার্স ও উইয়ান মুল্ডার ৬২ রানের পার্টনারশিপ খেলেন। (ছবি:টুইটার)

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ডিএসজি। ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৬ রান তোলে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দক্ষিণ আফ্রিকার দলটি। পাওয়ার প্লেতে কাইল মেয়ার্স ও উইয়ান মুল্ডার ৬২ রানের পার্টনারশিপ খেলেন। (ছবি:টুইটার)

4 / 8
কাইল ও উইয়ানের পর শুরু হয় কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের তাণ্ডব। ১৯ বলে অর্ধশতরান করে এসএ২০ লিগের দ্রুত হাফ সেঞ্চুরি করে ফেললেন ক্লাসেন। ৩১ বলে ৫৭ রান ডি ককের। (ছবি:টুইটার)

কাইল ও উইয়ানের পর শুরু হয় কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের তাণ্ডব। ১৯ বলে অর্ধশতরান করে এসএ২০ লিগের দ্রুত হাফ সেঞ্চুরি করে ফেললেন ক্লাসেন। ৩১ বলে ৫৭ রান ডি ককের। (ছবি:টুইটার)

5 / 8
জবাবে ইয়ন মর্গ্যান এবং ভিলাস পঞ্চম উইকেটে ১১৪ রানের জুটি গড়েন। টপ অর্ডারের ব্যর্থতার পরও ম্যাচ জেতার স্বপ্ন দেখাচ্ছিল এই জুটি। কিন্তু ২৭ রানের খামতি থেকে যায়। (ছবি:টুইটার)

জবাবে ইয়ন মর্গ্যান এবং ভিলাস পঞ্চম উইকেটে ১১৪ রানের জুটি গড়েন। টপ অর্ডারের ব্যর্থতার পরও ম্যাচ জেতার স্বপ্ন দেখাচ্ছিল এই জুটি। কিন্তু ২৭ রানের খামতি থেকে যায়। (ছবি:টুইটার)

6 / 8
মর্গ্যান ব্যক্তিগত ৬৪ রানে ফেরার পর ভিলাসের উপর দায়িত্ব গিয়ে পড়ে। ৩০ বলে ৪৪ রানে করে মর্গ্যানের পরপরই ক্রিজ ছাড়েন তিনি। একইসঙ্গে সুপার জায়ান্টস টিম ম্যাচ পয়েন্ট আদায় করে নেয়। (ছবি:টুইটার)

মর্গ্যান ব্যক্তিগত ৬৪ রানে ফেরার পর ভিলাসের উপর দায়িত্ব গিয়ে পড়ে। ৩০ বলে ৪৪ রানে করে মর্গ্যানের পরপরই ক্রিজ ছাড়েন তিনি। একইসঙ্গে সুপার জায়ান্টস টিম ম্যাচ পয়েন্ট আদায় করে নেয়। (ছবি:টুইটার)

7 / 8
ডারবান সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। এদিকে রয়্যালদের হয়ে সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেছেন ইয়ন মর্গ্যান।  (ছবি:টুইটার)

ডারবান সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। এদিকে রয়্যালদের হয়ে সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেছেন ইয়ন মর্গ্যান। (ছবি:টুইটার)

8 / 8
এই ম্যাচের পর তিন ম্যাচে ২টিতে জয় ১ ম্যাচ হারের পর ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ডারবান। ১টিতে হার ও ২টি ম্যাচে জয় নিয়ে পার্ল রয়্যালের স্থান চতুর্থ নম্বরে।   (ছবি:টুইটার)

এই ম্যাচের পর তিন ম্যাচে ২টিতে জয় ১ ম্যাচ হারের পর ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ডারবান। ১টিতে হার ও ২টি ম্যাচে জয় নিয়ে পার্ল রয়্যালের স্থান চতুর্থ নম্বরে। (ছবি:টুইটার)

Next Photo Gallery