AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2024: এবছর কতক্ষণের মধ্যে সারতে হবে সন্ধিপুজো? মহালয়া থেকে দশমী, জানুন দুর্গাপুজোর নির্ঘণ্ট

Puja 2024 Time and Date: আষাঢ় মাসের রথের চাকা ঘোরার সঙ্গে সঙ্গেই পুজোর খুঁটিপুজো শুরু হয়ে যায় অনেক জায়গায়। প্রাণের পুজোয় কখন ও কবে পালিত হবে, তা জানার জন্য ক্যালেন্ডারেও চোখ রেখেছেন বহুজন। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, কবে পড়েছে মহালয়া, কবে থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী, তা জানলে এখন থেকেই অনেকগুলি প্ল্যান করা সম্ভব হয়ে যায়।

| Updated on: Jul 17, 2024 | 6:50 PM
Share
গত বছর পুজো শুরু হতেই দেরি হয়েছিল। দুর্গাপুজোর দশমীর দিনেই পরের বছর পুজো কবে, কখন কোন তিথি পড়েছে, ক্যালেন্ডার অনুযায়ী পুজোর ছুটিতে শনিবার-রবিবার পড়েছে কিনা তা জানার কৌতূহল চেপে রাখতে পারেন না কেউ।

গত বছর পুজো শুরু হতেই দেরি হয়েছিল। দুর্গাপুজোর দশমীর দিনেই পরের বছর পুজো কবে, কখন কোন তিথি পড়েছে, ক্যালেন্ডার অনুযায়ী পুজোর ছুটিতে শনিবার-রবিবার পড়েছে কিনা তা জানার কৌতূহল চেপে রাখতে পারেন না কেউ।

1 / 9
 আষাঢ় মাসের রথের চাকা ঘোরার সঙ্গে সঙ্গেই পুজোর খুঁটিপুজো শুরু হয়ে যায় অনেক জায়গায়। প্রাণের পুজোয় কখন ও কবে পালিত হবে, তা জানার জন্য ক্যালেন্ডারেও চোখ রেখেছেন বহুজন।

আষাঢ় মাসের রথের চাকা ঘোরার সঙ্গে সঙ্গেই পুজোর খুঁটিপুজো শুরু হয়ে যায় অনেক জায়গায়। প্রাণের পুজোয় কখন ও কবে পালিত হবে, তা জানার জন্য ক্যালেন্ডারেও চোখ রেখেছেন বহুজন।

2 / 9
হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, কবে পড়েছে মহালয়া, কবে থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী, তা জানলে এখন থেকেই অনেকগুলি প্ল্যান করা সম্ভব হয়ে যায়।

হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, কবে পড়েছে মহালয়া, কবে থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী, তা জানলে এখন থেকেই অনেকগুলি প্ল্যান করা সম্ভব হয়ে যায়।

3 / 9
এবছর পুজোর শেষে পড়েছে শনি ও রবিবার। ফলে এখন থেকেই প্ল্যান করুন কোথায় ঘুরতে যাবেন, কার সঙ্গে কোন বারে পুজো দেখতে বের হবেন, তার প্ল্যান করে নিন এখনই। তার জন্য লাগবে এবছর পুজোর নির্ঘণ্ট।

এবছর পুজোর শেষে পড়েছে শনি ও রবিবার। ফলে এখন থেকেই প্ল্যান করুন কোথায় ঘুরতে যাবেন, কার সঙ্গে কোন বারে পুজো দেখতে বের হবেন, তার প্ল্যান করে নিন এখনই। তার জন্য লাগবে এবছর পুজোর নির্ঘণ্ট।

4 / 9
২০২৪ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ অক্টোবর, বুধবার থেকে। তার আগে মহালয়া পড়েছে ২ অক্টোবর, বুধবার থেকে। সেদিন আবার পালিত হবে গান্ধী জয়ন্তীও।

২০২৪ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ অক্টোবর, বুধবার থেকে। তার আগে মহালয়া পড়েছে ২ অক্টোবর, বুধবার থেকে। সেদিন আবার পালিত হবে গান্ধী জয়ন্তীও।

5 / 9
দুর্গাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর, শনিবার। থাকবে সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত। এরপর ৯ অক্টোবর, বুধবার  পড়েছে মহাষষ্ঠী, ১০ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী। দুর্গাষ্টমী পড়েছে ১১ অক্টোবর, শুক্রবার।

দুর্গাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর, শনিবার। থাকবে সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত। এরপর ৯ অক্টোবর, বুধবার পড়েছে মহাষষ্ঠী, ১০ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী। দুর্গাষ্টমী পড়েছে ১১ অক্টোবর, শুক্রবার।

6 / 9
এবছর সন্ধিপুজো পড়েছে সকালের দিকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো। মহানবমী পড়েছে ১২ অক্টোবর, শনিবার। দশমী পড়েছে ১৩ অক্টোবর, রবিবার।

এবছর সন্ধিপুজো পড়েছে সকালের দিকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো। মহানবমী পড়েছে ১২ অক্টোবর, শনিবার। দশমী পড়েছে ১৩ অক্টোবর, রবিবার।

7 / 9
প্রসঙ্গত, এ বছর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দেবীর আগমন হবে দোলায় বা পালকিতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দোলায় বা পালকিতে চড়ে মর্ত্যে আগমন ঘচলে মহামারী, ভূমিকম্প,যুদ্ধ, খরা ও অতিমৃত্যুর সম্ভবনা বেড়ে যায়।

প্রসঙ্গত, এ বছর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দেবীর আগমন হবে দোলায় বা পালকিতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দোলায় বা পালকিতে চড়ে মর্ত্যে আগমন ঘচলে মহামারী, ভূমিকম্প,যুদ্ধ, খরা ও অতিমৃত্যুর সম্ভবনা বেড়ে যায়।

8 / 9
১৪৩১ সালের দুর্গাপুজো এবার স্মরণীয় হয়ে থাকতে পারে। কারণ উমা পালকি বা দোলায় আগমন ঘটলে মর্ত্যে ভয়ঙ্কর মহামারীর লক্ষণ বলে মনে করা হয়। এই মহামারীর কবলে পড়ে বিপুল প্রাণনাশের সঙ্কেত দেয়।

১৪৩১ সালের দুর্গাপুজো এবার স্মরণীয় হয়ে থাকতে পারে। কারণ উমা পালকি বা দোলায় আগমন ঘটলে মর্ত্যে ভয়ঙ্কর মহামারীর লক্ষণ বলে মনে করা হয়। এই মহামারীর কবলে পড়ে বিপুল প্রাণনাশের সঙ্কেত দেয়।

9 / 9