Dussehra 2022: রাম নয়, দেশের এই ৬ জায়গায় রাবণের পুজো করা হয়!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 05, 2022 | 5:47 PM
Effigies of Ravana: অশুভ যা কিছু তা আজই বিনাস হয়। মনে করা হয়, দশেরার দিন দশটি মাথার রাবণকে বধ করেন শ্রীরাম। তাই নবরাত্রির দশমদিনে সারা ভারতে রাবণের কুশপুতুলে আগুন লাগিয়ে রাবণ বধের জয়কে উত্সব হিসেবে মেনে চলা হয়।
1 / 8
আজ দশেরার মত পবিত্র হিন্দু উত্সবকে কেন্দ্র করে সারা দেশজুড়ে রাবণের কুশপুতুলে আগুন দিয়ে রাবণ বধের আনন্দোত্সব পালন করা হয়। অশুভ শক্তির বিনাস হিসেবে রাবণকে প্রতীক হিসেব ব্যবহার করা হয়।
2 / 8
অশুভ যা কিছু তা আজই বিনাস হয়। মনে করা হয়, দশেরার দিন দশটি মাথার রাবণকে বধ করেন শ্রীরাম। তাই নবরাত্রির দশমদিনে সারা ভারতে রাবণের কুশপুতুলে আগুন লাগিয়ে রাবণ বধের জয়কে উত্সব হিসেবে মেনে চলা হয়।
3 / 8
দেশের বেশিরভাগ স্থানে রাবণের কুশপুতুল পোড়ানো হলেও দেশের এই ৬ জায়গায় রাবণকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। সেই মন্দিরগুলি কোথায় কোথায় অবস্থিত ও সেগুলি সম্বন্ধে কিছু তথ্য এখানে জেনে নিন...
4 / 8
মন্দসৌর, মধ্য প্রদেশ: হিন্দুশাস্ত্র অনুযায়ী, রাবণের স্ত্রী মন্দোদেবীর জন্ম মধ্যপ্রদেশের মন্দসৌরে। তাই এখানকার মানুষ রাবণকে পুজো করেন মন্দসৌরের জামাই রূপে। দশেরার দিন স্থানীয়রা বাড়িতে প্রদীপ নিভিয়ে রাবণকে শ্রদ্ধা জানান।
5 / 8
বিসরাখ, উত্তরপ্রদেশ: হিন্দু মতে, উত্তরপ্রদেশের বিসরাখ এলাকায় রাবণের জন্মস্থান। তাই এখানকার মানুষজন রাবণকে মহাব্রাহ্মণ রূপে পুজো করেন। নবরাত্রির দশম দিনে রাবণকে শ্রদ্ধা জানাতে স্থানীয়রা যজ্ঞ করেন।
6 / 8
কাংড়া, হিমাচল প্রদেশ: মনে করা হয় এই জায়গায় ভগবান শিবকে তুষ্ট করতে রাবণ ভক্তিভরে তপস্যা করেন। রাবণের তপস্যায় প্রসন্ন হলে তাঁকে তিনি অপার আশীর্বাদ করেন। তাই কাংড়ার স্থানীয়রা রাবণেসর কুশপুতুল পোড়ায় না।
7 / 8
যোধপুর, রাজস্থান:শুধু দশেরার দিনেই ননয়, প্রতিদিন যোধপুরের এই মন্দিরে রাবণকে দেবতা রূপে পুজো করা হয়। কিংবদন্তি অনুসারে, রাবণের বিয়ে হয়েছিল মন্দোর নামে পরিচিত রাজা মন্দাওয়ারের কন্যা মন্দোদরীর সঙ্গে। সেইসময় রাজ্যের উপর দিয়ে সরস্বতী নদী প্রবাহিত ছিল। সরস্বতী নদীর তীরেই ছিল সেই রাজার রাজ্য। যোধপুরের বেশ কিছু জায়গায় ওই রাজার বংশধররা রাবণের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। রাবণের কুশপুতুল দহন দেখতেও চান না তাঁরা।
8 / 8
কোলার, কর্ণাটক: শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন রাবণ। তাই কোলার জেলার এই মন্দিরে রাবণকে অশুভ বলে মনে করেন না। মন্দিরে রাবণের পুজো করা হয়। ফসল কাটার উত্সবের সময় শোভাযাত্রা বের করেন স্থানীয়রা। এছাড়া দশটি মাথা ও ২০টি অস্ত্রসহ মূর্তি স্থানীয়রা শিবের পাশাপাশি রাবণেরও পুজো করেন।