Bangla NewsPhoto gallery East Bengal club celebrated Sports Day on the occasion of their late secretary Deepak Das
East Bengal: “স্পোর্টস ডে” পালিত হল ইস্টবেঙ্গলে
ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৩ তম জন্মদিবস স্মরণে আজ ১৩ই অগস্ট শনিবার, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে পালিত হল "স্পোর্টস ডে"। সকাল ১০ টায় দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা এবং কার্যকরী কমিটির সকল সদস্যগণ। এরপর ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যগণ।