দুই ধাওয়ানের সাক্ষাৎ, চলল ধাঁধার খেলা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 13, 2022 | 7:08 PM

মেন ইন ব্লুর সঙ্গে হঠাৎ দেখা বলিউড সুপারস্টার বরুণ ধাওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশা দালালের। আজ, শনিবার ভোরে মুম্বই বিমানবন্দর থেকে জিম্বাবোয়ে সফরের জন্য বিমান ধরেছেন শিখর ধাওয়ানরা। সেখানেই সস্ত্রীক বরুণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

1 / 5
মেন ইন ব্লুর সঙ্গে হঠাৎ দেখা বলিউড সুপারস্টার বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং তাঁর স্ত্রী নাতাশা দালালের। আজ, শনিবার ভোরে মুম্বই বিমানবন্দর থেকে জিম্বাবোয়ে সফরের জন্য বিমান ধরেছেন শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)। সেখানেই সস্ত্রীক বরুণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। (ছবি-টুইটার)

মেন ইন ব্লুর সঙ্গে হঠাৎ দেখা বলিউড সুপারস্টার বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং তাঁর স্ত্রী নাতাশা দালালের। আজ, শনিবার ভোরে মুম্বই বিমানবন্দর থেকে জিম্বাবোয়ে সফরের জন্য বিমান ধরেছেন শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)। সেখানেই সস্ত্রীক বরুণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। (ছবি-টুইটার)

2 / 5
জিম্বাবোয়ে সফরে যাওয়া টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে মুম্বই বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে ছবি তুলেছেন সস্ত্রীক বরুণ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ বলিউড সুপারস্টার। (ছবি-বরুণ ধাওয়ান টুইটার)

জিম্বাবোয়ে সফরে যাওয়া টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে মুম্বই বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে ছবি তুলেছেন সস্ত্রীক বরুণ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ বলিউড সুপারস্টার। (ছবি-বরুণ ধাওয়ান টুইটার)

3 / 5
ছবির ক্যাপশনে বরুণ ধাওয়ান লেখেন, "ভোর চারটের সময় আমাদের মেন ইন ব্লু-র সঙ্গে দেখা হল। তাঁদের আসন্ন সফর নিয়ে আমরা গল্প করেছি। আমার মনে হচ্ছে কোনও বাচ্চাকে কেউ যেন ক্যান্ডির দোকানে নিয়ে এসেছে। আমি অত্যন্ত রোমাঞ্চিত হয়েছি। ধাওয়ান আমাকে বেশ কিছু কঠিন ধাঁধাও জিজ্ঞাসা করেছে।" (ছবি-বরুণ ধাওয়ান টুইটার)

ছবির ক্যাপশনে বরুণ ধাওয়ান লেখেন, "ভোর চারটের সময় আমাদের মেন ইন ব্লু-র সঙ্গে দেখা হল। তাঁদের আসন্ন সফর নিয়ে আমরা গল্প করেছি। আমার মনে হচ্ছে কোনও বাচ্চাকে কেউ যেন ক্যান্ডির দোকানে নিয়ে এসেছে। আমি অত্যন্ত রোমাঞ্চিত হয়েছি। ধাওয়ান আমাকে বেশ কিছু কঠিন ধাঁধাও জিজ্ঞাসা করেছে।" (ছবি-বরুণ ধাওয়ান টুইটার)

4 / 5
বরুণ মেন ইন ব্লু-র সঙ্গে যে গ্রুপ ছবি শেয়ার করেছেন, সেই ছবিতে আছেন - বরুণ ও তাঁর স্ত্রী এবং শিখর ধাওয়ান, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড়, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণারা। (ছবি-বরুণ ধাওয়ান টুইটার)

বরুণ মেন ইন ব্লু-র সঙ্গে যে গ্রুপ ছবি শেয়ার করেছেন, সেই ছবিতে আছেন - বরুণ ও তাঁর স্ত্রী এবং শিখর ধাওয়ান, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড়, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণারা। (ছবি-বরুণ ধাওয়ান টুইটার)

5 / 5
উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮, ২০ ও ২২ অগস্ট পর পর তিনটি ওয়ান ডে ম্যাচে খেলবে ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮, ২০ ও ২২ অগস্ট পর পর তিনটি ওয়ান ডে ম্যাচে খেলবে ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

Next Photo Gallery