Emami East Bengal : পৌঁছে অনুশীলনও শুরু ইস্টবেঙ্গলের নতুন বিদেশির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 13, 2022 | 6:42 PM

ডুরান্ত কাপ (Durand Cup) শুরুর আগেই পাঁচ বিদেশি সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। শনিবার কলকাতায় পৌঁছলেন তাদেরই একজন। সাইপ্রাসের চারালাম্বোস কিরিয়াকু। বিকেলে সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতেও নেমে পড়লেন।

1 / 5
শনিবারই কলকাতায় পৌঁছান ইস্টবেঙ্গলের নতুন বিদেশি চারালাম্বোস কিরিয়াকু (Charalambos Kyriako)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন ক্লাব কর্তারা। (ছবি : নিজস্ব)

শনিবারই কলকাতায় পৌঁছান ইস্টবেঙ্গলের নতুন বিদেশি চারালাম্বোস কিরিয়াকু (Charalambos Kyriako)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন ক্লাব কর্তারা। (ছবি : নিজস্ব)

2 / 5
বিকেলে ইস্টবেঙ্গল (Emami East Bengal) মাঠে অনুশীলন করে সিনিয়র দল। সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন চারালাম্বোস কিরিয়াকুও। (ছবি : নিজস্ব)

বিকেলে ইস্টবেঙ্গল (Emami East Bengal) মাঠে অনুশীলন করে সিনিয়র দল। সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন চারালাম্বোস কিরিয়াকুও। (ছবি : নিজস্ব)

3 / 5
সাইপ্রাসের এই ফুটবলার ডিফেন্সে খেলেন। জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। (ছবি : নিজস্ব)

সাইপ্রাসের এই ফুটবলার ডিফেন্সে খেলেন। জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। (ছবি : নিজস্ব)

4 / 5
মূলত রাইট ব্যাকে খেললেও, লেফ্ট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। (ছবি : নিজস্ব)

মূলত রাইট ব্যাকে খেললেও, লেফ্ট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। (ছবি : নিজস্ব)

5 / 5
ইউরোপা লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাইপ্রাসের এই ডিফেন্ডার তথা ইস্টবেঙ্গলের নতুন বিদেশির। (ছবি : নিজস্ব)

ইউরোপা লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাইপ্রাসের এই ডিফেন্ডার তথা ইস্টবেঙ্গলের নতুন বিদেশির। (ছবি : নিজস্ব)

Next Photo Gallery