Bangla NewsPhoto gallery East Bengal coach Stephen Constantine and Mohammedan Sporting club coach Andrey Chernyshov landed at Kolkata
Emami East Bengal-Mohammedan SC: তিলোত্তমায় হাজির ইস্টবেঙ্গল ও মহমেডানের কোচ
কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল ও মহমেডানের দুই কোচ আজ, বৃহস্পতিবার চলে এসেছেন কলকাতায়। মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভকে সংবর্ধনা জানাতে কলকাতা বিমানবন্দরে ক্লাবের পক্ষ থেকে দিব্যেন্দু বিশ্বাস সহ ক্লাবের কর্তা, সমর্থকরা হাজির ছিলেন। পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কন্সট্যান্টাইনকে সংবর্ধনা জানাতে হাজির ছিল লাল-হলুদের কর্তারা। সমর্থকরাও উষ্ণ অভ্যর্থনা জানান স্টিফেনকে।