PCOS: পিসিওএস-এর উপসর্গকে নিয়ন্ত্রণ করতে পারে এই ৫ ভেষজ চা, আয়ুর্বেদ চিকিৎসকের থেকে জেনে নিন…
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 04, 2022 | 12:04 PM
Ayurvedic Tips: বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রতি ৫ জনের মধ্যে একজন মেয়ে পিসিওএস-এর সমস্যায় ভোগেন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম ওভারিতে হওয়া সিস্টের যার পিছনে হরমোনের তারতম্য দায়ী।
1 / 6
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রতি ৫ জনের মধ্যে একজন মেয়ে পিসিওএস-এর সমস্যায় ভোগেন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম ওভারিতে হওয়া সিস্টের যার পিছনে হরমোনের তারতম্য দায়ী।
2 / 6
পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত হলে অনিয়মিত ঋতুস্রাব, ব্রণ, ঘন ঘন মেজাজ পরিবর্তন, স্থূলতা, বিষণ্ণতা, এন্ড্রোজেন, ইনসুলিন প্রতিরোধ ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই এই সমস্যাকে প্রতিরোধ করা জরুরি।
3 / 6
পিসিওএস-এ আক্রান্ত হলে লাইফস্টাইলে পরিবর্তন আনা জরুরি। স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম খুব দরকার। এবং নিয়মিত যোগব্যায়াম করলে পিসিওএস-এর উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।
4 / 6
আয়ুর্বেদ চিকিৎসক দীক্ষা ভাবসার ৫টি ভেষজ চায়ের কথাও উল্লেখ করেছেন, যা পিসিওএস-এর উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে গ্রিন টি। গ্রিন টি টেস্টোটেরনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি পিসিওএস-এ আক্রান্ত মহিলাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখে।
5 / 6
গ্রিন টি-এর মতো আপনি পুদিনার চা তৈরি করেও পান করতে পারেন। পুদিনার চা টেস্টোটেরনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডিম্বস্ফোটনে সাহায্য করে। একইভাবে আদার চাও স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটি পিসিওএস-এর উপসর্গগুলোকে প্রশমিত করে।
6 / 6
পিসিওএস-এ আক্রান্ত হলে ওজনকে বশে রাখা কঠিন হয়ে পড়ে। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লিকোরিস রুট চা। একই সঙ্গে আপনি দারুচিনির চায়েও চুমুক দিতে পারেন। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে।